Sunday, December 21, 2025

বাংলাদেশ নিয়ে কলকাতায় বসে উদ্বেগ: মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা তৃণমূলের

Date:

Share post:

বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বিজেপির নেতারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছেন, সেই একই সুর আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের মুখে। বিজেপি ও আরএসএস এক নয়। বারবার জোরে জোরে এই মত পেশ করে প্রতিষ্ঠা করতে চাইলেও আদতে তিনি যে বিজেপির পথই অনুসরণ করেন, রবিবার কলকাতা থেকে সেই মত স্পষ্ট করে দিলেন মোহন ভাগবত। বাংলাদেশের ধর্ম ও রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতিকে গুলিয়ে যে মত পেশ করলেন মোহন ভাগবত, তার পাল্টা তৃণমূলের দাবি বাংলার সামাজিক পরিবর্তনে উন্নয়ন করে সেরা পথ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে যে দাবি মোহন ভাগবত (Mohan Bhagwat) করছেন, তা কলকাতা বসে না করে তাঁর দিল্লির নেতাদের সঙ্গে বৈঠকে জানানো উচিত।

প্রতিবেশী দেশে অশান্তির পরিস্থিতিতে সবথেকে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা বাংলার। সেখানে উত্তপ্ত মত পেশ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করেছেন বিজেপির নেতারা। এমনকি প্রধানমন্ত্রীর সভাতেও বাংলাদেশ দখলের পোস্টার (poster) দেখা গিয়েছে। এবার মোহন ভাগবত বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলার পরিস্থিতির তুলনা করে দাবি করেন, বাংলায় ইসলামীয় কট্টরবাদের বেড়ে যাওয়া, হিন্দুদের প্রতি হিংসার ঘটনা, বাংলাদেশের (Bangladesh) ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, মুসলিম অনুপ্রবেশ – এই সব ঘটনা বাংলাকে প্রভাবিত করছেই। এই বিষয়ে সবাই যা ভাবছেন তা-ই আমারও ভাবনা।

একদিকে যেখানে মোহন ভাগবত দাবি করছেন বিজেপি ও আরএসএস এক নয়, সেখানে তিনিই সভায় উপস্থিত বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের প্রশ্নের উত্তরে তাঁদের মতের সপক্ষে বক্তব্য পেশ করেন। পাল্টা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ঘুরিয়ে উনি রাজনীতি করছেন। যেটা বিজেপি বলছে সেটাই উনি বলছেন। বিজেপির যে রাজনৈতিক অ্যাজেন্ডা সেটাই মোহন ভাগবতজি বলছেন। উনি সামাজিক পরিবর্তন যেটা বলতে সেটা উনি ধর্ম দিয়ে বলতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেটা উন্নয়ন দিয়ে করে দেখাচ্ছেন। বাংলায় একটা অর্থনৈতিক পরিবর্তন, উত্তরণের পথে যখন চলছে, তখন সেটা থেকে নজর ঘোরাতে বিজেপি ও আরএসএস ধর্ম মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করার কথা বলছেন।

বৃহস্পতিবার থেকে অশান্তির আগুনে পোড়া প্রতিবেশী দেশ সম্পর্কে তিনদিন পরে রবিবার প্রথম বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা রবিবার দিয়েছেন মোহন ভাগবত। কলকাতায় বসে তাঁর সেই পরামর্শ কেন কলকাতায় বসে, প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মোহন ভাগবতজির যদি কোনও বক্তব্য থাকে তিনি কেন্দ্রীয় সরকারকে জানান। কারণ কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার, যাঁদের অন্তরাত্মা আরএসএস। মোহন ভাগবতজির উদ্বেগ কলকাতায় বসে প্রকাশ না করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদি, অমিত শাহর সঙ্গে বসে জানান। সীমান্ত রাজ্য পুলিশের নয়। বাংলাদেশের বিষয়ে কথা বলতে পারে বিদেশ মন্ত্রক। এই বিষয়ে যদি করণীয় থাকে, তবে কলকাতায় বসে বিবৃতি না দিয়ে দিল্লিতে সিরিয়াস বৈঠক করুন।

বাংলায় জগন্নাথ মন্দির তৈরি থেকে বাবরি মসজিদ তৈরি নিয়ে উষ্মা প্রকাশ করেন মোহন ভাগবত। সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরির সমালোচনা মোহনের গলায়। তিনি বলেন, আমার মনে হয় সরকার আসে যায়। ধর্ম চিরস্থায়ী। ভগবানের কাছে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। একে রাজনীতির সঙ্গে সম্পর্কিত করা উচিত নয়। মন্দির তৈরির কাজ সরকারের করা উচিত নয়। মন্দিরের নিরাপত্তা প্রদান, মন্দিরে আর্থিক তছরুপ ঠেকানো – এই কাজ সরকার করতে পারে। সরকারের করা উচিত। কিন্তু নিজের পয়সায় মন্দির তৈরি করাটা কেমন নিয়ম আমার জানা নেই। নতুন কোনও নিয়ম তৈরি হতে পারে। কিন্তু আমার মনে হয় এটা নিয়মবিরুদ্ধ।

আরও পড়ুন : মোদির মিথ্যে কথার জন্য আবহাওয়ার বিশ্বাসঘাতকতা! শনিবারের সভা নিয়ে খোঁচা কল্যাণের

মোহন ভাগবতের ‘নিয়ম’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসক দল। ধর্ম নিয়ে বিজেপি-আরএসএস-এর একাধিপত্যের সমালোচনা করে কুণাল ঘোষ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিছু করলে বিজেপি আরএসএস দুঃখ পায়। কারণ তাঁরা মনে করে তাঁরাই হিন্দুত্বের এজেন্সি নিয়ে রেখেছে। এটা পশ্চিমবঙ্গের মাটি। ওই রেড রোডে ইদের নমাজ হয়, ওই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়। সব ধর্মের মানুষ থাকেন এখানে। সেখানে জগন্নাথ দেবের মন্দির যেমন হয়েছে, তেমনই তাকে ঘিরে হয়েছে পর্যটন। আপনি এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন। ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থান ও বাণিজ্যের ব্যাপ্তি ঘটেছে।

spot_img

Related articles

গ্রামীণ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা! রাম জি বিলে অনুমোদন রাষ্ট্রপতির 

মোদি সরকারের নতুন গ্রামীণ রোজগার বিল ঘিরে দেশজুড়ে বিতর্ক আরও তীব্র হল। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ...

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের...

শহরে ফের অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঙ্গিন

নিউটাউনের রেষ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড! রবিবার ছুটির দিনে এন্টালির আনন্দপালিত নামের এক বহুতলের ৪ তলায়...

ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

দলীয় সংগঠনকে আরও চনমনে করতে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী...