ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির সঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। সেই সব ঘটনার সূত্র ধরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি রুখতে তৎপর বাংলার পুলিশ। এবার সেভাবেই বড়সড় ডাকাতির ছক বানচাল করল পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা পুলিশ। খড়গপুরে (Kharagpur) একটি বড় ডাকাতির ছক বানচাল করেছে স্থানীয় পুলিশ।
রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অকড়া বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ৭ জন দুষ্কৃতীই ভিন রাজ্যের বলে জানিয়েছেন পুলিশ সুপার (SP) পলাশচন্দ্র ঢালী। একটি স্করপিও গাড়ী ও একটি লরি বাজেয়াপ্ত (seize) করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতির জন্য ব্যবহৃত অন্যান্য আরও জিনিস পত্র উদ্ধার করেছে পুলিশ। তাছাড়াও তাঁদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করছে – সূত্রের খবর থেকে এমনটাই জানা গেছে।

আরও পড়ুন : সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

দুবছর আগে খড়গপুর শহরে ডাকাতির হাড়হিম করা ঘটনার পর থেকে অতিরিক্ত সতর্ক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সঙ্গে একাধিক জেলায় ডাকাতির ঘটনায় ভিনরাজ্যে পালাতে খড়গপুরকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করেছে দুষ্কৃতীরা। ফলে পুলিশের তৎপরতা এই শহরে সাম্প্রতিক সময়ে যথেষ্ট বেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে। লরিটি ব্যবহার করে ডাকাতির ছক ছিল। দুষ্কৃতীরা পালানোর জন্য স্করপিও গাড়িটির ব্যবস্থাও রেখেছিল।

–

–

–

–

–

–


