অন্তঃসত্তা মেয়েকে কুপিয়ে খুন বাবার! এই নৃশংস ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কর্নাটকের (Karnataka) হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। অভিযোগ উঠেছে ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন বাবা। জানা গিয়েছে, সাত মাসের অন্তঃসত্ত্বা নিহত তরুণীর নাম মান্য প্যাটেল (১৯)। পরিবারের আপত্তি সত্ত্বেও চলতি বছরের মে মাসে অন্য জাতের যুবককে বিয়ে করেছিলেন মান্য। যুবকের নাম বিবেকানন্দ দোদামানি। বিয়ের পরে নিজেদের বাড়ি ছেড়ে হাভেরি জেলায় থাকলেও ডিসেম্বরের ৮ তারিখে দোদামানি স্ত্রীকে নিয়ে ইনামপুরভিল্লায় নিজের বাড়িতে ফেরেন।
বিবেকানন্দের বাড়িতে ফেরার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে চড়াও হয়ে মান্যর বাবা এবং তাঁর পরিবারের লোকজন। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে মান্যর বাবা তাঁকে আঘাত করেন বলে অভিযোগ। বিবেকানন্দের পরিবারের সদস্যরা মান্যকে বাঁচানোর চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয়। ধারওয়াদের পুলিশ সুপার গুঞ্জন আর্য জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই হুব্বাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মান্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মান্যর বাবা বীরানগৌড়া প্যাটেল, প্রকাশ এবং অরুণ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

–

–

–

–

–

–

–

–


