কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার চেষ্টা প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালের (Amar Singh Chahal)। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি থেকে বারো পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
পঞ্জাব পুলিশ সূত্রে জানা গেছে অমর সিং প্রায় ৮.১০ কোটি টাকার প্রতারণা শিকার হয়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিলেন। সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যঞ্জত সংকটজনক। পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, পঞ্জাব পুলিশের (Punjab Police) প্রাক্তন আইজি অমর সিং জীবনের সব সঞ্চয় খুইয়ে হতাশায় জর্জরিত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–

–


