সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত (Jangipur)। সোমবার, তাঁদের দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার, এই সাজা শোনান বিচারক অমিতাভ মুখোপাধ্যায় (Amitabha Mukharjee)। সঙ্গে ১৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়। ১২ এপ্রিল জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়।
সামশেরগঞ্জে (Samsherganj) ওয়াকফ আইন সংশোধনী (Waqf Amendment Act) নিয়ে বিক্ষোভ চলাকালীন ১২ এপ্রিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। তদন্তে সিট গঠন করে জেলা পুলিশ। গ্রেফতারের পরে বিচারপ্রক্রিয়া শুরু হয়। ১৬ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলে। বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় সোমবারই ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এদিন সাজা ঘোষণা হল।
আরও খবর: হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

পুলিশের তদন্তে জানা হয়, বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলেকে টেনে বের করে রাস্তায় কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। ৯৮৩ পাতার চার্জশিটে বিস্তারিত বিবরণে এই নৃশংসতার বর্ণনা রয়েছে। রাজ্য পুলিশের সিট ১৩জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়, যাদের সকলকেই গ্রেফতার করা হয়েছিল। ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট, একাধিক সাক্ষী ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা যায়।

দীর্ঘ শুনানিতে মোট ৩৮ জনের সাক্ষ্য গ্রহণের পরে সোমবার জঙ্গিপুর আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার, হল সাজা ঘোষণা।

এই সাজা ঘোষণার পরে রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেল পোস্ট করে লেখা হয়,
“সামশেরগঞ্জে বাবা ও ছেলের নৃশংস জোড়া খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ এপ্রিল, জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামের দুই বাসিন্দা- হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস- গণপিটুনিতে নির্মমভাবে খুন হন। এই জোড়া খুনের তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। বিস্তারিত তদন্তের পরে, ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল।
আজ মামলার রায় ঘোষণা করা হয়েছে। আদালত ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির জন্য কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্রমাগত উস্কানিমূলক ভুল তথ্য ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ সাম্প্রদায়িক অশান্তি তৈরির চক্রান্তে বিরুদ্ধে সর্বদা জিরো-টলারেন্স নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের রায়ে তার স্পষ্ট সাক্ষ্য রয়েছে।
মাত্র ৯ মাসের মধ্যে ন্যায়বিচার এবং দোষী সাব্যস্ত করার জন্য আমরা SIT, জঙ্গিপুর পুলিশ জেলা এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর, বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানাই।“

Life Imprisonment for 13 in the brutal double murder of father and son in Samsherganj
On April 12th, two residents of Jafarabad village under the Samsherganj Police Station in Jangipur Police District—Haragobinda Das and his son Chandan Das—were brutally murdered by a mob. A…
— West Bengal Police (@WBPolice) December 23, 2025
–

–

–

–

–


