Monday, January 12, 2026

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

Date:

Share post:

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র মোবাইল ফোনের একটি ক্লিকে তখন এই নিদান একেবারেই হাস্যকর পরিস্থিতি তৈরী করেছে দেশজুড়েই। রাজস্থানের জালোর জেলার গাজীপুরের চৌধুরী সম্প্রদায় গ্রামে এক সভায় এই বিষয়ে আলোচনার পরে মোবাইল ব্যবহার নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গিয়েছে।

রবিবার গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের সভাতে সভাপতিত্ব করেন ১৪টি মহকুমা (পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধুরী (Sujanram Chowdhury)। সভার পরে তিনি নির্দেশ জারি করেন আগামী ২৬ জানুয়ারি থেকে সেখানকার ১৫টি গ্রামের তরুণী এবং গৃহ বধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কি-প্যাড যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন তাঁরা। আশ্চর্যের বিষয় এই সিদ্ধান্ত গ্রহণও করা হয়েছে। সূত্রের খবর সভার পর সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, তরুণী ও পুত্রবধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোনও অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়। আগামী বছরের প্রজাতন্ত্র দিবস থেকেই কার্যকর হবে এই নিদান। ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? সুজনরাম চৌধুরী (Sujanram Chowdhury) জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই ‘পঞ্চ হিম্মতারম’ (পাঁচ সদস্য)—র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। তাঁরা মনে করছে অনেক মহিলাই বাড়ির কাজ মেটানোর জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। এর প্রভাব পড়ছে তাঁদের চোখের উপরে। সেটা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে পড়ুয়ারা ঘরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। পড়ার প্রয়োজনে মোবাইল ফোন রাখা যাবে। তবে কোন সামাজিক অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।

এই নির্দেশ এবং নিষেধাজ্ঞা জারি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে চৌধুরী সম্প্রদায় এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে নারাজ। মহিলারা এই সিদ্ধান্তে কতটা সম্মতি দেবেন এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে কি ফের বলপূর্বক সেই পুরুষতন্ত্রই চাপিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া রাজ্যে?

 

spot_img

Related articles

প্রভাতী মঙ্গলারতি আর ভক্তের ভিড়, বেলুড়ে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে স্বামীজি স্মরণ

গঙ্গার পাড়ে ভোরের আলো ফুটতেই বেজে উঠল শঙ্খ। রামকৃষ্ণদেবের মঙ্গলারতির পবিত্র ধ্বনিতে শুরু হল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদ্‌যাপন।...

জমজমাট ভদ্রেশ্বর গোল্ড কাপ ফাইনাল, বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো

যুব দিবসের দিনে বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো। লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে(Bhadredeswar Gold Cup) জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হল...

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...