প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত তরুণীর নাম চন্দ্রাণী নস্কর। বয়স ১৯ বছর।

অভিযোগ, রঘুনাথপুর এলাকার যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। তরুণী তাতে রাজি হননি। সেই কারণেই তাঁকে উত্যক্ত করা হত বলে পরিবারের দাবি।

গত ২৫ নভেম্বর তরুণীর পথ আটকায় অভিযুক্ত যুবক। অভিযোগ, বিষ মেশানো কোল্ড ড্রিংকস জোর করে খাওয়ানো হয় তাঁকে। অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন চন্দ্রাণী। পরিবার তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করে।
এক মাস চিকিৎসার পর বুধবার রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরো পড়ুন: কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও মৃতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও তথ্য মিলেছে। আত্মহত্যার পরিকল্পনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পরিবারের আপত্তি থাকায় বিশাল ও চন্দ্রাণী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু চন্দ্রাণী বিষ খেলেও বিশাল খায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

–

–

–

–

–


