বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি (BJP)-শাসিত রাজ্যগুলি। ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ থেকে শুরু করে ‘কন্যাশ্রী‘- সব প্রকল্পের নকল করে এবার ‘মা ক্যান্টিনে‘র আদলে ‘অটল ক্যান্টিন’ চালু ডবল ইঞ্জিনেক দিল্লিতে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpai) ১০২তম জন্মদিনে এই ক্যান্টিন চালু করেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)।

ওইদিন প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে ‘অটল ক্যান্টিন’ দিল্লির (Delhi) ৪৫টি জায়গায় চালু হয়েছে। দ্রুত আরও ৫৫টি জায়গায় অটল ক্যান্টিন চালু হবে বলে জানান রেখা গুপ্তা। পাঁচ টাকায় সেখানে পাওয়া যাচ্ছে ভাত, ডাল, রুটি, সব্জি, আচার। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের বেঁচে থাকতে মূলত তিনটি বিষয় প্রয়োজন- ‘রোটি, কাপড়া ওউর মকান’। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।” বিরোধীদের প্রশ্ন মোদির বিকশিত ভারতে কেন দু-বেলা দু-মুটো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে দেশবাসীকে!
আরও খবর: বিজেপিতে যাওয়া ‘ভুল’ ছিল, তৃণমূলে যোগদান করে ‘জয় বাংলা’ স্লোগান পার্নোর

লকডাউনের সময়ই মানুষের কাছে সস্তায় ভরপেট পরিচ্ছন্ন খাবার পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিন চালু করে রাজ্য সরকার। এখনও সেই ক্যান্টিন চলছে। সেখানে দুপুরে ভাত-ডাল-তরকারি ও ডিম দেওয়া হয়। রাস্তায় কাজে বেরনো খেটে-খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে অনুসরণ করল সব বিষয় নিয়ে বাংলার সমালোচনা করা দিল্লির বিজেপি-সরকার।
–

–

–

–

–

–

–


