বড়দিন কাটতে না কাটতেই বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে ক্রিসমাস উপভোগ করার পর শুক্রবার সকালেও শীতের (Winter) ইনিংস ফুল ফর্মে। হু হু করে নামছে তাপমাত্রা (Temperature)। এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ১২ ডিগ্রির ঘরে উষ্ণতার পারদ। আজই মরশুমের শীতলতম দিন, বলছে হাওয়া অফিস (Weather Department)।

পূর্বাভাস সত্যি করে কেক পেস্ট্রির মরশুমে জাঁকিয়ে শীত উত্তর ও দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত পারদ পতন চলবে। বড়দিনে তিলোত্তমার তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি, শুক্রবার তা আরও নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১২.৯ ডিগ্রিতে। বাঁকুড়া ও ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে।আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে ৭-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের প্রথম দিন থেকে উর্ধ্বমুখী হবে পারদ। উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত।আগামী ২-৩ দিন কোচবিহার ও আলিপুরদুয়ার শীতল দিনের চরম সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার জেরে কমবে দৃশ্যমানতা।

–
–

–

–

–

–

–









