ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে পরিকল্পিত ‘অত্যাচার’ চালাচ্ছে কমিশন। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি প্রবীণ নাগরিকদের নিশানা করে হয়রানির অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, যেখানে ৮৫ বছরের বেশি বয়সি নাগরিকদের বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়ার স্পষ্ট নির্দেশ রয়েছে, সেখানে ইচ্ছাকৃতভাবে তাঁদের সশরীরে দফতরে হাজির হতে বাধ্য করা হচ্ছে। নোটিশ পাঠিয়ে বৃদ্ধ ও অসুস্থ মানুষদের লাইনে দাঁড় করানো হচ্ছে, যা নিছক প্রশাসনিক গাফিলতি নয়, পরিকল্পিত ‘অত্যাচার’।

কমিশন-বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেন, নির্বাচন কমিশন আগেই আশ্বাস দিয়েছিল যে অতি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কমিশনের আধিকারিকেরা বাড়িতে গিয়েই প্রয়োজনীয় নথি যাচাই ও সমীক্ষার কাজ করবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই নির্দেশিকা মানা হচ্ছে না। ৮০ থেকে ৮৫ বছরের বেশি বয়সি নাগরিকদেরও নোটিশ পাঠিয়ে ডেকে নেওয়া হচ্ছে এবং তাঁদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক বলে দাবি করেন তিনি।

শুধু বয়স নয়, সামান্য বানান বিভ্রাটের কারণেও সাধারণ নাগরিকদের নোটিশ ধরানো হচ্ছে বলে অভিযোগ। কুণাল ঘোষের দাবি, কারও পদবিতে ‘রায়’ বা ‘মুখোপাধ্যায়’ শব্দের ইংরেজি বানানে সামান্য অমিল থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। এমনকি যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের বৃদ্ধ বাবা-মায়েরাও এই প্রক্রিয়ার শিকার হচ্ছেন। পরিবারের তরফে প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে হাজির হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, গোটা সংশোধন প্রক্রিয়াই কেন্দ্রীয় শাসক দলের নির্দেশে একতরফাভাবে পরিচালিত হচ্ছে। রাজ্যের মানুষকে অযথা বিপাকে ফেলার এই ‘ফতোয়া’ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এই ধরনের হয়রানির যোগ্য জবাব বাংলার মানুষ ভোটের বাক্সেই দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল।
অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে একটি নির্দেশিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত যেসব ভোটারের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারসূত্রে যোগসূত্র রয়েছে, কিন্তু প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই তথ্য ধরা পড়েনি, তাঁদের শুনানিতে না-ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ক্ষেত্রে যোগসূত্র নির্ধারণ করা যায়নি। যদিও সংশ্লিষ্ট ভোটারদের নাম বা বংশগত যোগসূত্র ২০০২ সালের ভোটার তালিকায় স্পষ্টভাবে নথিভুক্ত রয়েছে এবং তা সিইও দফতরের ওয়েবসাইটেও প্রকাশিত।

আরও পড়ুন- ডবল ইঞ্জিন সরকারকে পিছনে ফেলে গড় মাসিক বেতনে এগিয়ে বাংলা

_

_

_

_

_
_

