Monday, December 29, 2025

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

Date:

Share post:

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা কালো স্করপিওর ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায় অভিযোগ দায়ের করেছেন এক প্রত্যক্ষদর্শী। শুধু তাই নয়, ওই মহিলা-শিশুর সাহায্যের জন্য বিন্দুমাত্র দাঁড়ায়নি কনভয়ের গাড়ি। ক্ষমতার জেরে এইভাবে বেপরোয়া গতিতে শুভেন্দুর কমভয়ের গাড়ি চলে বলে অভিযোগ স্থানীয়দের।

হেঁড়িয়া এলাকার CCTV ফুটেজে দেখা যাচ্ছে ২৬ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি স্করপিও গাড়ি রাস্তা পার হওয়া এক এক মহিলা ও তাঁর কোলে থাকা শিশুকে ধাক্কা মারে। শুধু তাই নয়, ওখানে থাকা আরও পথচারীদেরও ধাক্কা দিতে যাচ্ছিল। সংশ্লিষ্ট গাড়িটি একটি স্করপিও (নম্বর: WB 01BB 6509) যা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের একটি গাড়ি বলে খবর। দুর্ঘটনার পর কনভয়টি এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি আহত মহিলা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া তো দূরের কথা কোনও রকম সাহায্যও করা হয়নি বলে অভিযোগ। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছয়। মহিলার হাতে ও শিশুটির মাথায় আঘাত লেগেছে।

এই বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শী সুতনু বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন,
”আমি গত ইংরেজি ২৬/১২/২০২৫ তারিখ আনুমানিক ১২.১৫ মিনিট নাগাদ আমি সিগনালে হেঁড়িয়া সাবিত্রী শঙ্খ ভান্ডারের সামনে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় শুভেন্দু অধিকারী মহাশয়ের কনভয় গাড়ি কাঁথির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল, সেই কনভয়ের সব থেকে শেষ একটি কালো রঙের Scorpio গাড়ি যাহার নম্বর WB 01BB-6509 যখন হেঁড়িয়া ক্রসিং মোড় পার হচ্ছিল সেই সময় একজন মহিলা ও তার তিন-চার বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাধাখালীর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে, ফলে ওই মহিলাটি ও তার বাচ্চা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তার ফলে মহিলার হাতে ও বাচ্চার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। হেঁড়িয়া মোড়ে উপস্থিত ট্রাফিক পুলিশের সহযোগিতায় ওই আহত মহিলা ও তার বাচ্চাকে হেঁড়িয়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরবর্তীকালে তাদের নাম জানা যায় তুলসী মাইতি বয়স ৪০ বছর, স্বামী- টোকন মাইতি, তার পুত্র তন্ময় মাইতি, বয়স সাড়ে তিন বছর, গ্রাম-চকপদু, থানা-পটাশপুর, জেলা-পূর্ব মেদিনীপুর।”

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এক জন প্রতিনিধি তথা বিরোধী দলনেতার এই দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ পত্রে স্থানীয় বাসিন্দা সুতনু লেখেন,
”উনার গাড়ি রাস্তায় এইভাবে বেপরোয়া গতিতে সবসময় চলাচল করে আমরা এলাকার সাধারণ মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকি কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায়। উনি প্রভাশালী বলে এলাকার কেউ অভিযোগ করতে সাহস করে না। উনার Power Position এর জন্য এলাকার কেউ অভিযোগ করতে সাহস করে না।
উক্ত ঘটনাটি যথাযথ তদন্ত করিয়া দোষী ব্যক্তির আইনানুগ শাস্তির ব্যবস্থা করার জন্য আবেদন করছি।”

spot_img

Related articles

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...

বাঁশ-লাঠি দিয়ে মার, তারপর পুলিশে তুলে দেওয়া! ওড়িশা থেকে কোনওমতে মালদহে পরিযায়ী

শুধুমাত্র বাংলা বলায় বিজেপি শাসিত রাজ্যে কোনওভাবেই কাজ করতে দেওয়া হবে না, এটাই যেন মোহন মাঝি শাসিত ওড়িশায়...

ভারতে আক্রান্ত খ্রিস্টানরা: সরব পাকিস্তান, সাফাই দেওয়ার চেষ্টা ভারতের

প্রথমবার স্বাধীন পাকিস্তান সরকার সরকারিভাবে বড়দিন পালন করেছে ২০২৫ সালে। আর ঠিক সেই বছরেই প্রতিবেশী ভারতে একের পর...

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...