Tuesday, December 30, 2025

SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকেও! বিরোধিতায় সরব ব্রাত্য-কুণালরা, ক্ষুব্ধ সুজনও

Date:

Share post:

এবার এসআইআর শুনানিতে জয় গোস্বামীকে তলব নির্বাচন কমিশনের! রাজ্যে শুরু হয়েছে এসাইআরের হেয়ারিং পর্ব। যার জেরে এবার ভোগান্তির শিকার কবি জয় গোস্বামীও। আগামী ২ জানুয়ারি হেয়ারিং সেন্টারে হাজিরার ডাক পেয়েছেন বলে জানিয়েছেন কবির মেয়ে দেবত্রী গোস্বামী। কবির স্ত্রী জানিয়েছেন, “আমি বিজেপির কাছে জানতে চাই, এই হেনস্থার মানে কী? ভাবুন তো, জয় গোস্বামীর মতো একজন মানুষ যদি এই পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী?” যা নিয়ে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

শারীরিক জটিলতার কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ জয় গোস্বামী। পরপর তিনটি অস্ত্রপচার করা হয়েছে। চিকিৎসকদের কড়া নির্দেশ, বাইরে বেরনো বা বাইরের লোকের সংস্পর্শে যাওয়া তাঁর নিষেধ। এই অবস্থায় শুনানি কেন্দ্রে যাওয়া কার্যত অসম্ভব। মেয়ে দেবত্রী বলেন, “বাবার কাছে কিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে। কিন্তু তাঁর শরীরের যা অবস্থা, তাতে তিনি শুনানিতে যেতে পারবেন বলে মনে হয় না।” পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে টালিগঞ্জ বিধানসভার ভোটার জয়ের পরিবার। ২০২৪ সালে ভোটও দিয়েছিলেন কবি। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম ছিল না জয় গোস্বামী ও তাঁর স্ত্রী কাবেরি গোস্বামী। তাতেই শুনানিতে তলব করা হয়েছে জয়কে। আরও পড়ুন: রবীন্দ্রনাথ সান্যাল! অমিত শাহের অজ্ঞতাকে ধুয়ে দিল তৃণমূল

এসআইআর প্রক্রিয়া নিয়ে বরাবর সরব হয়েছে শাসক দল। জয়কে শুনানিতে ডাকা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “জয়কে যদি SIR-শুনানিতে ডাকে…আমার মনে হয়, বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাত। এটাই হল বাংলা এবং বাঙালি সম্পর্কে ওদের মনোভাব। জয়দা এদেশি, জয়দা কবি, রানাঘাট থেকে কলকাতায় চলে এসেছেন প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে। বছরের পর বছর ভোট দিয়েছেন। জয়দার কবিতা, সাহিত্য নিয়ে কিছু বলছি না। কিন্তু এটা যদি বিজেপি এবং নির্বাচন কমিশন করতে পারে, তাহলে বুঝুন, বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে কাউকে ডেকে ওরা অনুপ্রবেশকারী বলতে পারে।”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, ‘এই ধরনের পরিকল্পিত হেনস্থা জাতীয় নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে বারবার করছে। তারা তো বেশি নাম বাদ দিতে পারেনি। মাত্র ৫৮ লক্ষ, যেটা ডবল ইঞ্জিন সরকারের তুলনায় অনেক কম। এখন টার্গেট ১ লক্ষ ৩৬ হাজার। যাদের নামের তালিকা দিচ্ছে না ওরা, বয়স্ক-অসুস্থ মানুষদের যে কোনও ছুতোয় ডেকে পাঠাচ্ছে। তৃণমূল প্রতিবাদ করায় একটা সার্কুলা এসেছে বটে। তবে জয় গোস্বামীর মতো মানুষকেও যদি ডেকে পাঠায়, কী বলি। মানুষ বয়স্ক, অসুস্থ। না গেলেই, নাম কেটে দেবে ওরা। এটা পরিকল্পিত চক্রান্ত। নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছে। প্রয়োজনে বাড়িতে যাক, ভার্চুয়ালি হিয়ারিং করুক। সুপ্রিম কোর্টে, হাই কোর্টেও তো ভার্চুয়াল হিয়ারিং হয়। অসুস্থ, পরিযায়ী, প্রবাসীদের ভার্চুয়াল হিয়ারিং করুক। এভাবে জয় গোস্বামীর মতো মানুষদের বিড়ম্বনায় ফেলা, বিব্রত করা, এসব নাম কেটে দেওয়ার চক্রান্ত।’

সাংসদ পার্থ ভৌমিকের বক্তব্য ‘আমাদের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ তো এটা নিয়েই। সাধারণ মানুষদের, বিশিষ্ট মানুষদের যেমন হেনস্থা করা হচ্ছে, আমরা তো এর বিরুদ্ধেই বলছি। বয়স্ক, অসুস্থ মানুষদের বাড়িতে যান বিএলওরা। প্রয়োজনে ভার্চুয়াল শুনানি হোক। এটা অন্যায় হচ্ছে।বাংলার প্রতি এই যে অন্যায় করছে, এর ফলাফল ২৬-এর নির্বাচনে পাবে বিজেপি।’

এছাড়াও রাজ্যের বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ‘আগেও বারবার বলেছি, এসআইআর প্রক্রিয়া যদি নির্ভুল ভোটার লিস্টের জন্য হলে এত বাহানা করতে হয় না, যা নির্বাচন কমিশন করছে। বহু মানুষের অসুবিধে হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।

spot_img

Related articles

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা...

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ...

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ...

মঙ্গল সন্ধ্যায় নন্দনে সঙ্গীতমেলায় গান গাইলেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন ছন্দে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়ার সভা সেরে সন্ধেয় সেখানে...