মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়ার সভা সেরে সন্ধেয় সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প-সংস্কৃতি প্রেমী মমতা নিজেও নিয়মিত সাহিত্য চর্চা করেন। এদিন সবার অনুরোধে মঞ্চে উঠে ‘প্রাণ ভরিয়ে‘, ‘সে যে আমার জন্মভূমি‘ গান গেয়েছেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি বোস-সহ অন্যান্যরা।
প্রতিদিন বিকাল ৫টা থেকে সঙ্গীতমেলায় শুরু হয় বর্ণময় অনুষ্ঠান। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা আসছেন এই সঙ্গীতমেলায়। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন নবীন শিল্পীরাও। বাংলা ব্যান্ডের গানও হচ্ছে এই মেলায়। আরও পড়ুন: SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকেও! বিরোধিতায় সরব ব্রাত্য-কুণালরা, ক্ষুব্ধ সুজনও
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পী ও কারিগররা নিজেদের রকমারি শিল্পসামগ্রী ও রকমারি পিঠে-পুলি ও খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে রবীন্দ্রসদন-নন্দন চত্বরে। এছাড়া তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন আকাদেমির প্রকাশিত বইয়ের স্টলও আছে।

এদিন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সবার অনুরোধে মাইক তুলে নেন তিনি। ‘প্রাণ ভরিয়ে‘, ‘সে যে আমার জন্মভূমি‘- দুটি গানে গলা মেলান মমতা। এর পরে আদিবাসী লোকশিল্পীদের উৎসাহ দিতে নাচের ছন্দে পা মেলান রাজ্যের প্রশাসনিক প্রধান।

–
–

–

–


