Wednesday, December 31, 2025

বছর শেষেও আইএসএল নিয়ে অনিশ্চয়তা, প্রতিবাদে সরব সৌভিক

Date:

Share post:

বছর শেষেও আইএসএল(ISL) নিয়ে  অনিশ্চয়তা অব্যাহত। কবে লিগ শুরু হবে, তা এখনও সঠিক ভাবে বলতে পারেনি ফেডারেশন। বেঙ্গালুরুর মতো দল অনুশীলন বন্ধ করে দিয়েছে। বছর শেষেও আইএসএল(ISL) নিয়ে অচলাবস্ত কাটল না। দেশের সর্বোচ্চ লিগ নিয়ে খুব ক্ষীণ একটা আশার আলো  দেখা যাচ্ছে। কিন্তু লিগ কবে শুরু হবে কী ফর্ম্যাটে হবে এই সব কিছু নিয়েই রয়েছে চূড়ান্ত ধোঁয়াশা।

আইএসএলের (ISL) অনিশ্চয়তায় ফের উদ্বেগ প্রকাশ ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার মনে হয় না মানুষ আর সত্যি বুঝতে পারছে যে কী ঝুঁকির মুখে রয়েছে।যদি এখন এর সমাধান না করা হয়, তবে শুধু ভারতীয় ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে না। হাজার হাজার জীবন স্থায়ীভাবে প্রভাবিত হবে। এটা শুধু খেলোয়াড়দের ব্যাপার নয়। ভারতীয় ফুটবলে কর্মরত অনেকেরই কোনো সঞ্চয় নেই, দীর্ঘমেয়াদী চুক্তি নেই, বা তাদের জন্য অন্য কোনো বিকল্পও নেই। তারা মাস শেষে বেতনের উপর নির্ভর করে চলে। তাদের বেতনই বেঁচে থাকার একমাত্র উৎস। যখন বেতন বন্ধ হয়ে যায়, জীবনও থেমে যায়।”

 

এখানেই থেমে না থেকে সৌভিক আরও লেখেন, “খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, ফিজিও, বিশ্লেষক, মিডিয়া টিম, কিট ম্যানেজার, মাঠকর্মী, চালক, অপারেশনস টিম, বিক্রেতা এবং স্থানীয় অংশীদাররা। পুরো পরিবার এই ব্যবস্থার উপর নির্ভরশীল। সন্তানদের শিক্ষা, চিকিৎসার প্রয়োজন, ভাড়া, খাবার—সবকিছুর খরচ ফুটবল থেকেই আসে।”

এদিকে জানা গিয়েছে, ২০২৫-২৬ মরশুমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সমস্ত আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়েছে। ​ফেডারেশন ক্লাবগুলিকে ১ জানুয়ারির মধ্যে তাদের উত্তর জানাতে নির্দেশ দিয়েছে। বর্তমান অনিশ্চয়তার মাঝেই লিগের ফরম্যাট এবং ম্যাচের সংখ্যা সম্পর্কে এএফসিকে বিস্তারিত তথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন, আর সেই কারণেই এই পদক্ষেপ। আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাবগুলোকে জানাতে হবে তাদের মতামত।

 

spot_img

Related articles

ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে কড়া বার্তা, জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের

এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কীসের? কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছেন আপনারা? কোনও নিয়মনীতির বালাই নেই। যখন-তখন...

দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

দূষিত জল খেয়ে গুরুতর অসুস্থ ইন্দোরের হাজার খানেক বাসিন্দা। ইতিমধ্যেই ৭জনের মত্যুর খবর মিলেছে। ভারতের 'সবচেয়ে পরিছন্ন শহর'...

সম্পত্তি-বিবাদ, ভাইয়ের হাতে খুন ভাই: গ্রেফতার অভিযুক্ত

সম্পত্তি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল ৫৫ বছরের প্রৌঢ়কে। খাস কলকাতায় সম্পত্তি নিয়ে বিবাদ এতটাই চরমে...

ইংরেজির ভয় কাটাতে বিশেষ কর্মশালা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বাংলা মাধ্যমের পড়ুয়াদের মধ্যে ইংরেজি নিয়ে একটা ভীতি দেখা যায়। এমনকী তাদের ইংরেজির দক্ষতাও বেশ কিছু কিছু ক্ষেত্রে...