উত্তাপ বাড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। যোগ দিয়েছে পাকিস্তানও। লাগাতার বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ভারত বিদ্বেষের বিষ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে দায়সারাভাবে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of external affairs) নিজেদের সপক্ষে কিছু সাফাই দেওয়া ছাড়া কার্যত তেমন কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে খালেদা জিয়ার (Khaleda Zia) মৃত্যু যেন সেই পরিস্থিতিতে ভারতের কাছে শাপে বর। খোদ বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একদিকে বাংলাদেশ (Bangladesh), অন্যদিকে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সম্পর্কে মেরামতির চেষ্টা চালালেন বুধবার ঢাকায় (Dhaka)।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সশরীরে উপস্থিত থাকবেন বলে মঙ্গলবারই বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছিল। বুধবার সকালে বাংলাদেশে পৌঁছে প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের (Tarique Rahman) সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। পাশাপাশি সেখানেই তাঁর সাক্ষাৎ হয় বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেনের (Touhid Hossain) সঙ্গে। সাম্প্রতিক সময়ে দুই দেশের বিদেশ মন্ত্রক পর্যায়ে কম সংঘাত হয়নি। একবার বাংলাদেশ, তারপরেই ভারতের বিদেশ মন্ত্রক ডেকে পাঠিয়েছে পরস্পরের রাষ্ট্রদূতদের। সেই পরিস্থিতিতে জয়শঙ্কর ও তৌহিদের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুধু বাংলাদেশ নয়। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামতির জন্যও এই সফর গুরুত্বপূর্ণ ছিল এস জয়শঙ্করের কাছে। খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক (Ayaz Sadiq)। তিনি তারেক রহমানকে শোক বার্তা দেওয়ার পাশাপাশি কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। ঢাকায় যে সৌহার্দ্রপূর্ণ সাক্ষাৎকার হয় দুই দেশের শীর্ষ নেতার, সেখানে অবশ্য পহেলগাম হামলা বা অপারেশন সিঁদুরের কোনও উত্তাপ দেখা যায়নি।
তবে জয়শঙ্করের ঢাকা সফরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কতটা মজবুত হল, তা নিয়ে সন্দেহ থাকলেও, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন পাতা যুক্ত হওয়ার ইঙ্গিত বাংলাদেশের। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লা বিবৃতি প্রকাশ করে জানান, জয়শঙ্করের চারঘণ্টার বাংলাদেশে ঝটিকা সফরের পরে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন পাতা যুক্ত হয়ে দুই দেশ সম্পর্কে এগিয়ে যাওয়ার পথে পা বাড়াবে আশা করি। বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে জয়শঙ্করের সঙ্গে যে আলোচনা ঢাকায় হয়েছে, তাতে আশা করা যায়, দুই দেশের পারস্পরিক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বাস্তবধর্মী যৌথ উদ্যোগের পথে এগোতে পারবে দুই দেশ।

আরও পড়ুন : আজ খালেদা জিয়ার শেষকৃত্যে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী, বুধেই ঢাকায় জয়শঙ্কর

ঢাকায় বিশেষ সফরে বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি জয়শঙ্কর সাক্ষাৎ করেন নেপালের (Nepal) নবনির্বাচিত বিদেশমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে। সেইসঙ্গে একান্ত সাক্ষাৎকার হয় ভুটানের (Bhutan বিদেশমন্ত্রী ডি এন ঢুনগিয়েলের সঙ্গেও।

–

–

–

–
–


