রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন (LTC) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল অর্থ দফতর। এতদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলটিসি সফরের ক্ষেত্রে মূলত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে যাতায়াতের ব্যবস্থাই কার্যকর ছিল। কিন্তু জাহাজ পরিষেবা অনিয়মিত হওয়া এবং দীর্ঘ সময়সাপেক্ষ যাত্রার কারণে কর্মচারীদের নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প ব্যবস্থা হিসেবে এবার বিমানযাত্রার অনুমতি দেওয়া হল।

অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা এবার আন্দামান ও নিকোবর সফরের জন্য ইকোনমি ক্লাসে বিমানযাত্রা করতে পারবেন এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিমানভাড়ার অর্থ ফেরত পাবেন। কর্মচারীদের কর্মস্থলের নিকটতম বিমানবন্দর থেকেই যাত্রা করতে হবে। জাতীয় অথবা ভারতীয় বেসরকারি বিমান সংস্থার সরাসরি পোর্ট ব্লেয়ারগামী ফ্লাইটে যেতে হবে এবং টিকিট কাটতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইনের অফিসিয়াল কাউন্টার বা ওয়েবসাইট থেকে। টিকিটে উল্লেখিত প্রকৃত বিমানভাড়ার ভিত্তিতেই ভাড়ার প্রতিদান মিলবে বলে স্পষ্ট করা হয়েছে।

তবে যারা চাইবেন, তারা আগের নিয়ম অনুযায়ী জাহাজে করেও যাত্রা করতে পারবেন। অর্থাৎ জাহাজযাত্রার বিকল্প ব্যবস্থাও বহাল থাকছে। অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, নির্দেশ জারির দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তে আন্দামান ও নিকোবর সফরে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি এলটিসি সুবিধা বাস্তবে আরও কার্যকর ও কর্মীবান্ধব হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- নিরাপত্তা উদ্বেগে সুন্দরবনের দু’টি সেতুর জরুরি সংস্কারে ছাড়পত্র রাজ্যের

_

_

_

_

_

_
_


