Wednesday, December 31, 2025

শান্তিনিকেতনের পৌষমেলায় রেকর্ড বই বিক্রি, নজর কাড়ল বিশ্বভারতী গ্রন্থন বিভাগ

Date:

Share post:

মানুষ যতই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট জীবনযাত্রায় বিশ্বাসী হোক না কেন বই পড়ার অনুভূতি কোনভাবেই মোবাইল কিংবা অনলাইনে উপভোগ করা যায় না। যতবার মেলায় থাকা বইয়ের স্টলে ভিড় বাড়ে ঠিক ততবার এই কথাই প্রমাণিত হয়। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলাতেও সেই একই ছবি। মূলত হস্তশিল্প ও কুটির শিল্পের মেলা হলেও বারোটি স্টল থেকে ৩৫ লক্ষ টাকার বই বিক্রির খবরে মুখে হাসি পুস্তক প্রেমীদের। এখানেই শেষ নয়, এ বছর বিশেষভাবে নজর কেড়েছে বিশ্বভারতীর (Visva Bharati) গ্রন্থন বিভাগ। তাদের স্টলে প্রায় ৫ লক্ষ টাকার বেশি মূল্যের বই বিক্রি হয়েছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কিংবা মোবাইল – ল্যাপটপে অনলাইন রিডিং যে মানুষের মন থেকে এখনও দোকান বা মেলার স্টল থেকে বই কিনে পড়ার মানসিকতায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারিনি তা বলাইবাহুল্য।

শীতকাল মানেই রাজের বিভিন্ন প্রান্তে মিলন উৎসব। তবে শান্তিনিকেতনের পৌষমেলা বরাবরই আলাদা। এর সঙ্গে জড়িয়ে বাংলা ও বাঙালির সংস্কৃতি ঐতিহ্য। রবীন্দ্রভূমের ঐতিহ্যবাহী পৌষমেলায় কবিগুরুর কবিতা, নাটক, প্রবন্ধ অনুবাদের পাশাপাশি রেকর্ড সংখ্যায় রবীন্দ্র রচনাবলী বিক্রি হয়েছে। গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত ১৮টি খণ্ডে রবীন্দ্রনাথের সুবিশাল সাহিত্যকর্মের সংকলনও কিনেছেন অসংখ্য বইপ্রেমী মানুষেরা। বিশ্বকবির আঁকা ছবিতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রকাশিত বইগুলি ছিল এবছরের বিশেষ আকর্ষণ। স্টলে কিউআর কোডের (QR Code) মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। সঞ্চয়িতা, গীতাঞ্জলি, স্বরবিতানের চিরাচরিত চাহিদা এ বছরও চোখে পড়েছে। ছাত্র সংসদের স্টলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একাধিক বই এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ বইও বেশ ভালোই বিক্রি হয়েছে। এ বছরের পৌষমেলায় বাংলাদেশের বইয়ের চাহিদা ছিল প্রচুর। বিশেষ করে পূর্ব বাংলার গণ আন্দোলন থেকে বঙ্গবন্ধুর জীবনীর উপর যে বইগুলি প্রকাশিত হয়েছে তা কিনতে যথেষ্ট ভিড় জমান পর্যটকরা। এক কথায় শান্তিনিকেতনের পৌষমেলা প্রমাণ করে দিল ‘পাঠক হারিয়ে যাচ্ছে’ কিংবা ‘আজকাল বই পড়ার চাহিদা কমে যাচ্ছে’ মার্কা অভিযোগগুলো আদপে ভিত্তিহীন। আসলে যা কিছু ভালো, তা সত্যিই চিরকালীন।

 

spot_img

Related articles

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার...

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর...