Friday, January 23, 2026

শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়

Date:

Share post:

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে কী ক্ষতিপূরণ (compensation), প্রশ্ন শুনে মেজাজ হারালেন মধ্যপ্রদেশের সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এমনকি সাংবাদিককে (journalist) আশ্রব্য গালি দিতেও দ্বিধাবোধ করেননি বিজেপির দীর্ঘদিনের মন্ত্রী। কার্যত স্পষ্ট কোনও উপায় না দেখেই অপশব্দের খেলায় বিজেপির নেতারা।

শহরে পানীয় জলের দূষণে এখনও পর্যন্ত মৃতদের পরিবারের সামনে কোনও উত্তর দিতে পারেনি মোহন যাদবের (Mohan Yadav) বিজেপি শাসিত সরকার। আবার এই ইন্দোরেরই (Indore) বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। দীর্ঘসময় বিধায়ক থাকাকালীন কতটা দুর্নীতিগ্রস্ত কৈলাস, তা প্রমাণ করেছে জল দূষণের ঘটনা।

পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমসিম কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শেষ পর্যন্ত যাবতীয় হতাশা উগরে দিলেন সাংবাদিকের (journalist) উপর। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে অশ্রাব্য গালাগালিও দেন সাংবাদিককে।

আরও পড়ুন : দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপর সাফাই দিতেও ছাড়েননি কৈলাস। দাবি করে,ন দুদিন ধরে তাঁর লোকজন পরিস্থিতির সামলাতে এবং মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে বিনিদ্র রাত কাটাচ্ছে। সেখানে তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। যদিও পাল্টা নেটিজেনরা তুলে ধরেন, কিভাবে আগেও একাধিকবার মুখে লাগাম টানতে ব্যর্থ হয়েছিলেন বিজেপির দুঁদে নেতা।

spot_img

Related articles

ফের মেরামতির কাজ: এবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

এবার সম্পূর্ণ বন্ধ রেখে হবে দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা...

বন্দে ভারত-এ বন্ধ আমিষ! তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি

বাঙালির সংস্কৃতি রুচির উপর বিজেপি তাঁদের তৈরি ধর্মীয় নীতি চাপিয়ে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে বারবার এই তথ্য তুলে...

ভারত-নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন: আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্যনেতা চন্দ্র বসুর

সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচাড়া দিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে...

কোচ নিয়োগেও জাতিগত সংরক্ষণ! নয়া বিতর্কে সাই

শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ আগেই ছিল এবার ক্রীড়া ক্ষেত্রে সংরক্ষণের নজির পড়ল সাই(SAI)। খেলার জন্য সহকারী কোচ নেওয়া হবে।...