নতুন বছরের শুরুতেই রাজ্যের গণবণ্টন ব্যবস্থায় নজরদারি আরও কঠোর করতে উদ্যোগী হল খাদ্য দফতর। রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা স্তরে বিশেষ পরিদর্শন দল গঠন করে রেশন দোকানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য দফতরের এক নির্দেশিকায় এই মর্মে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জেলা রেশনিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর অব রেশনিং এবং জেলা কন্ট্রোলার অব ফুড অ্যান্ড সাপ্লাইসদের নিয়ে বিশেষ পরিদর্শন দল গঠন করতে হবে। দু’ থেকে তিন জন কর্মী নিয়ে গঠিত এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব-ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসার। নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই দলগুলিকে আলাদা করে ভেরিফিকেশন ইনস্পেকশন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হল রেশন ব্যবস্থার সরবরাহ শৃঙ্খল, মজুত ও বণ্টন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তোলা। দফতরের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত কয়েক মাসে নিয়মিত পরিদর্শনের হার আশানুরূপ ছিল না। সেই প্রেক্ষিতেই নতুন চালু হওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে ডিলারদের কাছে থাকা খাদ্যশস্যের বাস্তব মজুত যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, জয়েন্ট ডিরেক্টর, জেলা রেশনিং অফিসার ও জেলা কন্ট্রোলারদের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব রেশনিংদেরও ব্যক্তিগত ভাবে অন্তত ২০ শতাংশ রেশন ডিলার পরিদর্শন করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশেষ দলের ইনস্পেকশনের সাত দিনের মধ্যেই এই পরিদর্শনগুলি সম্পন্ন হলে ভাল হয়, যাতে গুণগত মান ও স্বচ্ছতা ক্রস-ভেরিফাই করা যায়। বিশেষ ইনস্পেকশনগুলি অবশ্যই আকস্মিক হতে হবে। প্রতি মাসে অন্তত দু’টি করে এমন সারপ্রাইজ ইনস্পেকশন আলাদা আলাদা দলকে দিয়ে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পরিদর্শনের ক্ষেত্রেও কিছু ইনস্পেকশন পূর্বঘোষণা ছাড়াই করার কথা বলা হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি এলাকার সব রেশন ডিলারকে বছরে অন্তত এক বার করে পরিদর্শনের আওতায় আনতে হবে। একই ডিলারের ক্ষেত্রে পরপর দু’টি পরিদর্শনের মধ্যে ব্যবধান ১১ মাসের বেশি হতে পারবে না। পরিদর্শনের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ‘খাদ্য সাথী’ মোবাইল অ্যাপে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ইনস্পেকশনের সময় সংগৃহীত তথ্য, পরিসংখ্যান ও ছবি ওই অ্যাপেই আপলোড করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক বা বিশেষ পরিদর্শন দলের প্রধানের লগ-ইন আইডি ব্যবহার করেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।

আরও পড়ুন- ভোটার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগ! ‘ইসিআই নেট’ অ্যাপ ঢেলে সাজাচ্ছে কমিশন

_

_

_

_
_


