Wednesday, January 7, 2026

অভিষেকের ‘দাওয়াই’-তেই কাজ! ব়্যাম্পের ৩ ‘ভূতে’র রিপোর্ট প্রকাশ কমিশনের

Date:

Share post:

তিন ‘মৃত ভোটার’কে মঞ্চে তুলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সেই ঘটনার পরেই রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে দু’জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার। সেই অনুযায়ী রিপোর্ট পাঠিয়েছেন সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার। তৃতীয় জনের ক্ষেত্রে বিষয়টিকে হিউম্যান হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম সংশ্লিষ্ট বুথে তৈরি হওয়া বাদের তালিকায় ছিল না। কিন্তু পরে ওয়েবসাইটে তাঁদের নাম বাদের তালিকায় দেখা যায়। বিষয়টি নজরে আসার পরেই সংশ্লিষ্ট বিএলও দু’জনের বাড়িতে যান। সেখানে ফর্ম–৬ পূরণ করিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হয়েছে। যদিও কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার অনেক আগেই মনিরুল এবং হরেকৃষ্ণের ফর্ম–৬ জমা পড়ে গিয়েছিল। অর্থাৎ সভার আগে থেকেই সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: পুত্রসন্তানের জন্মে সোনালিকে শুভেচ্ছা, ফুল-মিষ্টি পাঠাবেন মুখ্যমন্ত্রী

তিন জন ‘মৃত ভোটার’ হিসেবে যাঁদের নাম উঠে আসে, তাঁরা হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। মনিরুল ও হরেকৃষ্ণের বাড়ি মেটিয়াবুরুজে, আর মায়া দাসের বাড়ি কাকদ্বীপে। কমিশন সূত্রের দাবি, এই ঘটনার পর সংশ্লিষ্ট নথিপত্র ও প্রক্রিয়া খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে বুধে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...