কূটনীতির লড়াইকে বাংলাদেশ টেনে আনল ক্রিকেট মাঠে। মুস্তাফিজুর রহমান( Mustafizur Rahman )ইসুতে এবার যুদ্ধংদেহী মনোভাব নিল মহম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল বাংলাদেশ সরকার(Bangladesh Govt)।

সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত সে দেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল(IPL) সম্প্রচার বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউনূস সরকার।

সারা বিশ্বের মতোই বাংলাদেশেও আইপিএল(IPL) অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশেও। কিন্ত ইউনুস সরকারের তুঘলুকি সিদ্ধান্তে আইপিএল দেখা থেকে বঞ্চিত হবেন ক্রিকেটপ্রেমীরা।
শুধু আইপিএল নয় একইসঙ্গে টি২০ বিশ্বকাপেও(T2O World cup) প্রভাব পড়েছে মুস্তাফিজুর ইস্যু। মুস্তাফিজুর রহমানকে( Mustafizur Rahman )আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই সংঘাত চরমে ওঠে, যার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে ই-মেল করে জানানো হয় ভারত থেকে তাদের বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য।

এখানেই থেমে না থেকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের মতো হাইব্রিড মডেল নুতে পাকে বাংলাদেশও। এর আগে পাকিস্তান যেমন ভারতের সঙ্গে হাইব্রিড মডেল নীতি নিয়েছে তেমনই একই সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশও।

–

–

–

–



