Thursday, January 29, 2026

তৃণমূল কংগ্রেসের নথি নিতে এসেছে ইডি, প্রতীকের বাড়ির বাইরে ফাইল হাতে বিস্ফোরক মমতা 

Date:

Share post:

আইপ্যাকের (IPAC) কর্ণধারের বাড়িতে তৃণমূলের নথি নিতে এসেছেন ইডি আধিকারিকরা, বৃহস্পতিবার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে বেরিয়ে ফাইল হাতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগের দলীয় প্রার্থীদের নথি নিতে চাইছে, এটা কি ইডির ভূমিকা? কেন্দ্রীয় এজেন্সি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব মমতা।

এদিন সাতসকালে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সকাল থেকে বিষয়টির দিকে নজর রাখেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর বারোটা নাগাদ সেখানে পৌঁছে যান তিনি।ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। মিনিট কুড়ি থাকার পর সেখান থেকে বেরিয়ে সবুজ রংয়ের ফোল্ডার ও হার্ডডিস্ক হাতে মুখ্যমন্ত্রী তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ মমতা আরও বলেন, ‘এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই তখন কী হবে।’ তিনি এর পরে সল্টলেকে আইপ্যাকের দফতরের দিকে রওনা দেন।

 

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে রাজ্যে মৃত ৪

এসআইআর-আতঙ্কে বাংলায় মৃত্যুমিছিল অব্যাহত (SIR death)। শুনানির আতঙ্কে রাজ্যে নতুন করে আরও চারজনের মৃত্যু হল। একদিকে, কলকাতার মেডিক্যাল...

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...