Friday, January 9, 2026

তৃণমূল কংগ্রেসের নথি নিতে এসেছে ইডি, প্রতীকের বাড়ির বাইরে ফাইল হাতে বিস্ফোরক মমতা 

Date:

Share post:

আইপ্যাকের (IPAC) কর্ণধারের বাড়িতে তৃণমূলের নথি নিতে এসেছেন ইডি আধিকারিকরা, বৃহস্পতিবার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে বেরিয়ে ফাইল হাতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগের দলীয় প্রার্থীদের নথি নিতে চাইছে, এটা কি ইডির ভূমিকা? কেন্দ্রীয় এজেন্সি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব মমতা।

এদিন সাতসকালে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সকাল থেকে বিষয়টির দিকে নজর রাখেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর বারোটা নাগাদ সেখানে পৌঁছে যান তিনি।ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। মিনিট কুড়ি থাকার পর সেখান থেকে বেরিয়ে সবুজ রংয়ের ফোল্ডার ও হার্ডডিস্ক হাতে মুখ্যমন্ত্রী তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ মমতা আরও বলেন, ‘এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই তখন কী হবে।’ তিনি এর পরে সল্টলেকে আইপ্যাকের দফতরের দিকে রওনা দেন।

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি...

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...

বাংলার পড়ুয়াদের জন্য বাড়ল ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে আবেদনের সময়সীমা

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা...

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...