আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, মিছিল শেষে এক তিরে নিশানা করেন বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে। সাফ জানান, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বলেন, “কয়লার টাকা কে খায়, কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়, এখন সে অ্যাডপটেড সন হয়ে গেছে। জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ-এই চেনে টাকা যায়।”

এদিন হাজরার সভামঞ্চ থেকে সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “আমার কাছে সব পেনড্রাইভ রয়েছে। লক্ষ্মণের সীমারেখা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, কিন্তু দেশের স্বার্থে বলি না। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।” 

বৃহস্পতিবার, ইডির তল্লাশির (ED Raid) মধ্যে আইপ্যাক ( I-PAC) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সবুজ ফাইল হাতে বেরোতে দেখা। কী ছিল সেই ফাইলে? এদিন হাজরার প্রতিবাদ সভা থেকে তার জবাব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে।” তাঁর কথায়, “জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে?”
আরও খবর: রাস্তাই রাস্তা: ইডি-র হানার প্রতিবাদে মিছিল মমতার, রাজপথে জনজোয়ার
নির্বাচন কমিশনকেও (Election Commission) আক্রমণ করে মমতা বলেন, “ভ্যানিশ কুমার ভোট ভ্যানিশ করার কে? আপনি কি ম্যাজিশিয়ন? নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে আমরাও তোমার অধিকার কেড়ে নেব।”

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে গব্বর সিং দেখিয়ে বাচ্চাদের ভয় দেখানো হত। এরা ভাবছে এজেন্সি দিয়ে সেই ভয় দেখাবে। তুমি আজ মহারাজ, সাধু— আর আমি চোর? কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না।”

–

–

–

–

–

