আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার থেকেই শুরু হয়েছে এই তদন্ত প্রক্রিয়া। ইডির হানা নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) তরফে অভিযোগ দায়েরের পর সক্রিয় হয়েছে পুলিশ। তদন্তে নেমে সোমবার তাঁরা লাউডন স্ট্রিটে প্রতীক জৈন যে আবাসনে থাকেন সেখানে যান তদন্তকারীরা। ঘটনার দিন ইডির কোন কোন আধিকারিক তল্লাশিতে অংশ নিয়েছিলেন এবার তাঁদের শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের রেজিস্টার। সূত্রের খবর, আবাসনের রেজিস্টারে কোনও ইডি আধিকারিকের নাম নেই। জানা গিয়েছে ঘটনার দিন আবাসনের নিরাপত্তারক্ষীদের এক রকম ধাক্কা দিয়ে সরিয়ে প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন তদন্তকারীরা। এমনকী নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এর পাশাপাশি ঘটনাস্থলে ওইদিন আর কী কী হয়েছিল তার বিস্তারিত তথ্য পেতে প্রতীক জৈনের আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলতে চান তদন্তকারীরা। আরও পড়ুন: নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

এর আগে বৃহস্পতিবার সকালে আচমকাই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়েই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত দলীয় নথি ও বৈদ্যুতিন নথি ছিল লাউডন স্ট্রিটের আবাসন অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভে আইপ্যারকের দফতরে। সেগুলি চুরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী। সেই মামলার তদন্তে এখন তৎপর কলকাতা পুলিশ। শনিবারই আবাসনের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়। বয়ান রেকর্ড করা হয়েছে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও।

–
–

–

–

–

–

–

–


