টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই বিতর্ক বাড়ছে বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম থাকল বাংলাদেশকে কেন্দ্র করে। দাবি পাল্টা দাবি, বিবৃতি পাল্টা বিবৃতি এল দিনের শেষে মিথ্যাবাদী প্রতিপন্ন হল বাংলাদেশ।

সোমবার দুপুরে বাংলাদেশের(Bangladesh) অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছন আইসিসির নিরাপত্তা দল একটি চিঠি পাঠিয়েছে বিসিবিকে। সেই চিঠিতে বলা তিনটি বিষয় নিয়ে বলা হয়েছে: যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দলে রাখলে, বাংলাদেশের সমর্থকেরা জাতীয় জার্সি পরে বাইরে ঘোরাফেরা করলে এবং কলকাতায় নির্বাচন যত ঘনিয়ে আসবে তত পরিস্থিতি খারাপ হতে পারে । এই তিনটি ক্ষেত্রে নাকি বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে। এমনটাই জানানো হয়েছে আইসিসির তরফে!

আসিফ নজরুলের এই বিবৃতি বাংলাদেশের সংবাদমাধ্যম মারফৎ দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং সেখানকার মিডিয়া জানিয়ে দেয়, আইসিসি-র নিরাপত্তা বিভাগই যখন এমন বয়ান দিচ্ছে এবং মানছে ভারতে বাংলাদেশ দল মোটেই নিরাপদ নয়, তখন তো আইসিসি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দিতে বাধ্য। সুতরাং বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে না।
দিনের শেষে আইসিসি’র(ICC) এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “ভারতে নিরাপত্তা নিয়ে আইসিসি’র সঙ্গে কিছু বিসিবি’র কথা হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি কখনই মুস্তাফিজুরকে নিয়ে কিছু বলেনি। এই নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যাচারণ করা হচ্ছে।” আইসিসির এই বার্তা প্রমাণ করল আসিফ নজরুল ‘মিথ্যাবাদী’ কথা বলে বিভ্রান্ত করেছেন।

এদিকে, একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, কলকাতা থেকে বাংলাদেশের ম্যাচ সরানো হতে পারে। সেই ম্যাচগুলো কেরল বা তামিলনাড়ুতে করা হতে পারে। যদিও এই বিষয়ে বিসিসিআই বা আইসিসি কিছু সরকারিভাবে বলেনি।

–

–

–

–

–


