নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বাংলার একের পর এক স্বনামধন্য ব্যক্তিদের এস আই আর হিয়ারিং নোটিশ পাঠানোর পর এবার কমিশনের নোটিশ গেল মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বোসের (Tutu Basu) বাড়িতে। আগামী ১৯ জানুয়ারি তাঁর পরিবারকে সশরীরে উপস্থিত হয়ে বাংলার নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে। রাজ্যের মানুষ এই অপমান আর অত্যাচার বরদাস্ত করবে না। আসন্ন নির্বাচনেই জবাব পাবে বিজেপি, সমাজমাধ্যমে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।


ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR ) প্রক্রিয়ায় পরিচয় ও তথ্য যাচাই পড়বে একের পর এক ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিদের হয়রান করা হচ্ছে। টুটু বোসের শারীরিক অসুস্থতার কথা সর্বজনবিদিত। তিনি হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না। এই অবস্থায় তাঁকে, তাঁর ছেলে সৃঞ্জয় বোস এবং নাতি অরিঞ্জয় বোসকে তলব করা নিয়ে ফুঁসছে রাজনৈতিক মহল থেকে ক্রীড়া জগত। কমিশনের তরফে বলা হয়েছে ২০০২ এর এই পরিবার যেখানে থাকতেন তালিকায় তাঁদের নাম না থাকায় তলব করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয় যে এই সংক্রান্ত বিষয়ে যখন তাঁরা বিএলও-কে সবটা জানিয়েছিলেন, তখন বুথ লেভেল অফিসার বলেছিলেন কোথাও কোনো সমস্যা হবে না। কিন্তু শেষ মুহূর্তে এসে এই ধরনের হয়রানিতে বিরক্ত সৃঞ্জয়। তিনি এবং তাঁর ছেলে হিয়ারিং-এ উপস্থিত হবেন বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করে কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) লিখেছেন – মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালি উদ্যোগপতি টুটু বোসকে সপরিবার নোটিস দিয়ে ডেকেছে নির্বাচন কমিশন। ১৯ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। তাঁকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালি আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।’

–
–

–

–

–

–

–

–


