বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকেও ছিটকে যেতে হল ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। দুয়ারে বিশ্বকাপ, তার আগে সুন্দরের চোট চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

প্রথম একদিনের ম্যাচে বল করার সময় পিঠে টান ধরেছিল সুন্দরের( Washington Sundar)। ব্যথা এতটাই তীব্রতর ছিল যে সুন্দরকে মাঠ ছাড়তে হয়। এরপর বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় একদিনের সিরিজে খেলতে পারবেন না। এবার বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সাইড স্টেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না সুন্দর।

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। অর্থাৎ শেষ একদিনের ম্যাচের থেকে মাত্র ২ দিন পর। এত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন না সুন্দর। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। এই তালিকায় রয়েছেন শাহবাজ আহমেদ, ক্রুণাল পাণ্ডিয়া, বি সাই কিশোর, রবি বিষ্ণোইরা।
কিন্তু বিশ্বকাপের(T20 World Cup 2026) আগে সুন্দরের এই চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। বিশ্বকাপের আগে ফিট না হলে সুন্দরের বিকল্প বাছতে হবে নির্বাচকদের। এই তালিকায় আছেন আয়ূষ বাদোনি, শাহবাজ আহমেদ। একইসঙ্গে রিয়ান পরাগের নামও আছে নির্বাচকদের খাতায়।

–

–

–

–

–



