বাইশ গজে রেকর্ডের নতুন ‘বৈভব’ ভারতীয় দলের বাঁহাতি ওপেনারের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কিং কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন দাপুটে সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বছর বয়সী বিস্ময় প্রতিভা যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।

বাংলাদেশের বিরুদ্ধে প্রাথমিক চাপ সামলে ৬৭ বলে ৭২ রানের ইনিংসের পর বিরাটকে ছাপিয়ে বৈভবের রান এখন ১,০২৬। ২৮ ম্যাচে বিরাটের রান ছিল ৯৭৮। সেখানে চেজ মাস্টারের থেকে আট ইনিংস কম খেলে বিহারের তারকা ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছেন। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ সিনিয়র থেকে প্রাক্তন ক্রিকেটাররাও।

–
–

–

–

–

–

–

–


