টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে জটিলতা অব্যাহত। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না বলে অনড় হয়ে আছে। বুধবারই আইসিসির(ICC) দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) ক্রমাগত ইন্ধন দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে পাকিস্তান।

আইসিসির পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়,ভারতে এসেই খেলতে হবে লিটন দাসদের। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান। পিসিবির(PCB) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অবস্থান, তাকে তারা সমর্থন করছে। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি তাদের সিদ্ধান্তের কথা আইসিসির অন্য সদস্যদেরও পাঠিয়েছে।

এই টানাপড়েনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন বাংলাদেশের(Bangladesh) অবস্থানকে আরও শক্ত করল। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান নিজেরাও ২০২৭ পর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়, ভারত সফর নয়—এই শর্তেই চুক্তি কার্যকর রয়েছে।

যদিও গৃহযুদ্ধেই জেরবার বাংলাদেশ। ভারতে খেলতে যেতে তাদের যে অসুবিধা নেই সেটা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাজমূল হোসেন শান্ত। শান্তর স্পষ্ট বার্তা, বিশ্বকাপে খেলতে তাঁরা খুবই আগ্রহী। টেস্ট অধিনায়ক জানিয়েছেন, “ক্রিকেটার হিসাবে আমরা সবসময়েই খেলতে চাই। বিশেষ করে বিষয়টা যখন বিশ্বকাপ, তখন তো আমরা আরও বেশি করে খেলতে চাইব। এই টুর্নামেন্টগুলো তো সবসময়ে আসে না। বিশ্বকাপটা অবশ্যই আমাদের জন্য ভালো পারফর্ম করার সুবর্ণ সুযোগ।”

–

–

–

–

–

–


