বুধবার সকালে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় বায়ুসেনার(IAF) দুই পাইলট। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই বায়ুসেনার(IAF) একটি প্রশিক্ষণ বিমান(Aircraft) লোকালয়ের পাশের একটি জলাশয়ে আছড়ে পড়ে। স্বস্তির বিষয় যে, বড় কোনো বিস্ফোরণ ঘটেনি এবং দুই পাইলটই সুরক্ষিত আছেন।

সূত্রের খবর, এদিন সকালে রুটিন মাফিক প্রশিক্ষণের জন্যই বিমানটি(Aircraft) উড়েছিল। কিন্তু প্রয়াগরাজের আকাশে ওড়ার পর সেটি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে প্রয়াগরাজের সংশ্লিষ্ট এলাকাটি। স্থানীয় বাসিন্দারা দেখেন, আকাশ থেকে একটি বিমান দ্রুতগতিতে এসে একটি বড় জলাশয়ে আছড়ে পড়ে। জলাশয়টি কচুরিপানায় ভরে থাকার ফলে বড় কোনো বিস্ফোরণ বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

শব্দ শুনেই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁরাই প্রথম বিমানটি থেকে দুই পাইলটকে বের করে আনেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বায়ুসেনার উদ্ধারকারী দল এবং পুলিশ। বর্তমানে পাইলটদের প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই জলাশয় থেকে বিমানটি তোলার কাজ শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। তবে বায়ুসেনার পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে মাঝআকাশে বিমানটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান বা যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত বছরের শেষে চেন্নাইয়ের তাম্বারামে একটি বেসিক প্রশিক্ষণ বিমান ( পিলাটাস পিসি-৭) দুর্ঘটনা হোক (যদিও সেবারও পাইলট প্রাণে বেঁচে যান) বা দুবাই এয়ারশো-তে তেজস বিমানের বিপর্যয়— বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে। এদিনের ঘটনা ফের একবার সেই উদ্বেগকে উসকে দিল।

–

–

–

–

–
–


