Wednesday, January 21, 2026

প্রয়াগরাজে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পাইলটদের

Date:

Share post:

বুধবার সকালে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় বায়ুসেনার(IAF) দুই পাইলট। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই বায়ুসেনার(IAF) একটি প্রশিক্ষণ বিমান(Aircraft) লোকালয়ের পাশের একটি জলাশয়ে আছড়ে পড়ে। স্বস্তির বিষয় যে, বড় কোনো বিস্ফোরণ ঘটেনি এবং দুই পাইলটই সুরক্ষিত আছেন।

সূত্রের খবর, এদিন সকালে রুটিন মাফিক প্রশিক্ষণের জন্যই বিমানটি(Aircraft) উড়েছিল। কিন্তু প্রয়াগরাজের আকাশে ওড়ার পর সেটি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে প্রয়াগরাজের সংশ্লিষ্ট এলাকাটি। স্থানীয় বাসিন্দারা দেখেন, আকাশ থেকে একটি বিমান দ্রুতগতিতে এসে একটি বড় জলাশয়ে আছড়ে পড়ে। জলাশয়টি কচুরিপানায় ভরে থাকার ফলে বড় কোনো বিস্ফোরণ বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

শব্দ শুনেই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁরাই প্রথম বিমানটি থেকে দুই পাইলটকে বের করে আনেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বায়ুসেনার উদ্ধারকারী দল এবং পুলিশ। বর্তমানে পাইলটদের প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই জলাশয় থেকে বিমানটি তোলার কাজ শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। তবে বায়ুসেনার পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে মাঝআকাশে বিমানটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান বা যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত বছরের শেষে চেন্নাইয়ের তাম্বারামে একটি বেসিক প্রশিক্ষণ বিমান ( পিলাটাস পিসি-৭) দুর্ঘটনা হোক (যদিও সেবারও পাইলট প্রাণে বেঁচে যান) বা দুবাই এয়ারশো-তে তেজস বিমানের বিপর্যয়— বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে। এদিনের ঘটনা ফের একবার সেই উদ্বেগকে উসকে দিল।

spot_img

Related articles

DGP নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামের প্রস্তাব UPSC-কে পাঠাতে হবে: রাজ্যকে নির্দেশ CAT-এর

রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার...

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট...

AI-এর বাড়বাড়ন্তের সঙ্গে বাড়বে আর্থিক মন্দা: আশঙ্কা বিশ্ব অর্থ তহবিল IMF-এর

গোটা বিশ্বের ঝোঁক যত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে বাড়ছে, তাতে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যাবে, আশঙ্কা...

পথের ক্লান্তি ভুলে সন্তোষের প্রথম ম্যাচেই দাপুটে জয় বাংলার

জয় দিয়েই সন্তোষ ট্রফির(Santosh Trophy) যাত্রা শুরু করল বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল।...