Wednesday, January 21, 2026

মুখোশধারী বিজেপির টিমের জোট! নওশাদের মুখে বাম-কংগ্রেসের সঙ্গে জোট-প্রসঙ্গ

Date:

Share post:

বিধানসভা ভোট এলেই শূন্য থেকে শুরু করা শাসক বিরোধীদের জোটের জন্য হাঁকডাক শুরু হয়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ফের একবার বাম-কংগ্রেসের (Left Congress) সঙ্গে জোট বাঁধতে চলেছে তাঁর আইএসএফ (ISF), যা আগামী সপ্তাহে চূড়ান্ত হবে, জানালেন বিধায়ক। যে জোটকে (alliance) বিজেপির মুখোশধারী টিম, কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

বুধবার শহিদ মিনারে সমাবেশ করে আইএসএফ। আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ দাবি করেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছে। ২১ জানুয়ারির প্রস্তুতিতে দলীয় কর্মীরা ব্যস্ত থাকায় সেই কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী সপ্তাহে সেই জোটের (alliance) কথাবার্তা চূড়ান্ত হবে। তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি বাম, কংগ্রেস-সহ (Left Congress অন্যান্য দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা) হবে।

আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতির পথে কংগ্রেস, এমনটা বার্তা আগে দিয়েছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। ফলে কংগ্রেসের তরফে নওশাদের বার্তার পরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিপিআইএম-এর তরফে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বিজেপি-তৃণমূল বিরোধী জোটের পথে বামেরা ইতিবাচক, দাবি সুজন চক্রবর্তীর।

যদিও নওশাদ শুধুমাত্র বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী এমনটা বলেননি। সেখানে তিনি আরও অন্যান্য দলের পথও খোলা রাখার বার্তা দিয়েছে। সেখানে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি রয়েছে কি না, তা স্পষ্ট করেননি নওশাদ। এর আগে অবশ্য ধর্মনিরপেক্ষ জোটে হুমায়ুন কবীরকে আহ্বান করে রেখেছিলেন নওশাদ।

আরও পড়ুন : AI-এর বাড়বাড়ন্তের সঙ্গে বাড়বে আর্থিক মন্দা: আশঙ্কা বিশ্ব অর্থ তহবিল IMF-এর

আর নওশাদের প্রকাশ্যে জোটের বার্তার পরে ফের একবার এই জোটকে বিজেপির মদতে তৈরি জোট বলেই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জোটের ফলাফল নিয়ে তিনি দাবি করেন, বিজেপির বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছে। বিজেপির বকলমা বিজেপি-বিরোধী ভোট ভাগাভাগি করতে, বিজেপির অনুগ্রহ পেতে এই ধরনের রাজনীতির কথাবার্তা চলছে। বাংলার মানুষ জানেন বিজেপিকে (BJP) পরাজিত করতে তৃণমূল ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। মুখোশধারী বিজেপির বি সি টিমকে মানুষ ভোট দিক – এটা ঘুরিয়ে বিজেপি চাইছে। এটা বিজেপির উপকারে যাবে।

spot_img

Related articles

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...

কমিশনের প্রতিশোধ! চার সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি

সুপ্রিম কোর্টে চরম হেনস্থার মুখে নির্বাচন কমিশন। সৌজন্যে বাংলা। কতখানি ভুল পথে ও অপরিকল্পিতভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চালালো...

জেতার তিনমাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব: পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের

কলকাতা-পুরুলিয়া কিংবা পুরুলিয়া-হাওড়া রুটে রেলের অস্বাভাবিক দেরি এবং নতুন কোনও রেল প্রকল্প না আসায় স্থানীয় বিজেপি সাংসদকে পুরুলিয়ার...

T20 WC: আইসিসির সভায় ধাক্কা বাংলাদেশের, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন জয় শাহরা

টি-২০ বিশ্বকাপে(T20 World Cup) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি প্রত্যাখান করে দিল আইসিসি। বাংলাদেশকে(Bangladesh Cricket Board) ২৪...