SIR শুনানিকে কেন্দ্র করে বয়স্কদের হয়রানির অভিযোগ ক্রমেই বাড়ছে। কেন্দ্রের ইশারায় নির্বাচন কমিশন (Election Commission) অপরিকল্পিতভাবে শুনানি প্রক্রিয়া শুরু করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্করা। মঙ্গলবার নন্দীগ্রামের একটি SIR হেয়ারিং সেন্টারে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে একাধিক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড ভিড়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হেয়ারিং সেন্টার চত্বরে।

এই পরিস্থিতিতে এগিয়ে আসে তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয় শিবির (Sevaashray Camp)। অসুস্থদের দ্রুত লাইনের বাইরে এনে কাছাকাছি থাকা সেবাশ্রয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা, বিশ্রাম ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে দ্রুত সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

স্থানীয় সূত্রের দাবি, যদি সেবাশ্রয়ের এই তৎপরতা না থাকত তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তৃণমূল নেতৃত্বের দাবি, একদিকে বিজেপি ও নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় মানুষ হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প বিপদের সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে।

–

–

–

–

–

–

–


