মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করল রাজ্য সরকার। বুধবার কর্মীবির্গ প্রশাসনিক দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পদ সৃষ্টি করার কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি এবং যুগ্মসচিব স্তরে আরও ১০০টি নতুন পদ সৃষ্টির কথা জানানা হয়েছে। দীর্ঘদিন ধরেই ডব্লিউবিসিএস এগজ়িকিউটিভ আধিকারিকদের পদোন্নতির সুযোগ সীমিত থাকার অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অতিরিক্ত পদ তৈরির আবেদন জানিয়েছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশ। মুখ্যমন্ত্রী তাঁদের চিঠি দিয়ে আশ্বাস দিয়েছিলেন যে বিষয়টি বিবেচনা করা হবে। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল।
নতুন পদ সৃষ্টির ফলে ডব্লিউবিসিএস ক্যাডারের একটি বড় অংশ দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন। একই সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চস্তরের দায়িত্ব বণ্টনেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–

–


