Saturday, January 24, 2026

“অতল গহ্বরের কিনারায় বাংলাদেশ”! ‘ফ্যাসিস্ট’ ইউনূসকে দিল্লির ক্লাবের প্রথম অডিও বার্তায় তুলোধনা হাসিনার

Date:

Share post:

সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে জানিয়েছিলেন তাঁর মা আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই অডিও বার্তায় বাংলাদেশের (Bangladesh) কেয়ারটেকার সরকারকে তুলোধনা করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দিল্লির (Delhi) ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিক বৈঠকে হাসিনার অডিও বার্তা শোনানো হয়। উপস্থিত ছিলেন সেদেশের প্রাক্তন মন্ত্রী, থিয়েটার কর্মীরা। তবে জানানো হয়েছিল অনলাইনে উপস্থিত থাকলেও, সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেবেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মহম্মদ ইউনূসকে (Md Yunus) ‘বিদেশিদের হাতের পুতুল’ বলে কটাক্ষ করে, একের পর এক তোপ দাগেন হাসিনা।

২০২৪-এর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতে অজ্ঞাতবাসে রয়েছেন তিনি। সেখান থেকে কখনও কখনও তাঁর অডিও বার্তা বা ইমেইল মারফত সাক্ষাৎ কার প্রকাশিত হয়। এই প্রথম সাংবাদিক বৈঠক করে হাসিনার (Sheikh Hasina) অডিও বার্তা প্রচার করা হল। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সাধারণ নির্বাচন। তার আগে এই পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও সেই দেশে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ভোটে লড়তে পারবে না হাসিনার দল আওয়ামী লিগ। কিন্তু তার আগে বর্তমান তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর নিশানয় ছিল বিএনপিও।

এই অডিও বার্তায় শেখ হাসিনা বলেন,”বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে, একটি জাতি যা আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত, তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়গুলির একটি অতিক্রম করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের মাধ্যমে জয়ী স্বদেশভূমি এখন উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং বিদেশী অপরাধীদের ভয়াবহ আক্রমণে বিধ্বস্ত। আমাদের একসময়ের শান্ত ও উর্বর ভূমি আহত, রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে। সত্যি বলতে, সমগ্র দেশটি একটি বিশাল কারাগার, একটি ফাঁসির ক্ষেত্র, একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।” তাঁর ভাষণে ইউনুসকে “একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, এবং একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক” বলে উল্লেখ করেন হাসিনা।

নির্বাচনের আগে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, “সর্বত্রই কেবল ধ্বংসের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রামরত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। জীবনের জন্য মরিয়া আবেদন। ত্রাণের জন্য হৃদয়বিদারক আর্তনাদ। খুনি ফ্যাসিস্ট ইউনূস, একজন সুদখোর, একজন অর্থ পাচারকারী, একজন লুণ্ঠনকারী এবং একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক, তার সর্বগ্রাসী আদর্শ দিয়ে আমাদের জাতিকে রক্তাক্ত করে তুলেছে, আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে।”

মুজিব-কন্যার অভিযোগ, “৫ অগাস্ট, ২০২৪ তারিখে, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে, জাতীয় শত্রু, খুনি ফ্যাসিস্ট ইউনূস এবং তার রাষ্ট্রবিরোধী জঙ্গি সহযোগীরা আমাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে, যদিও আমি সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি। সেই দিন থেকে, জাতি সন্ত্রাসের যুগে নিমজ্জিত হয়েছে, নির্দয়, নির্মম এবং শ্বাসরুদ্ধকর। গণতন্ত্র এখন নির্বাসনে।”

বিএনপিকেও নিশানা করে হাসিনা বলেন, “২০২৪ সালের নির্বাচন সম্পর্কে, তারা বলেছিল যে তারা অংশগ্রহণ করবে না। আমরা তাদের আনার চেষ্টা করেছি, কিন্তু তারা আসেনি, তারা বয়কট করেছে। আওয়ামী লিগ প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং জিততে পেরেছে। আজ পর্যন্ত, এই নির্বাচন সম্পর্কে তারা যে প্রশ্নগুলি উত্থাপন করে .. তারা কি একটিও অনিয়ম হয়েছে তা দেখাতে পেরেছে?”

“আওয়ামী লিগ পুরোনো পার্টি। আমরা আমাদের মাতৃভূমিকে উদ্ধার করতে বদ্ধপরিকর”-অডিও বার্তার শেষে বলেন হাসিনা। এইবার ভোটে লড়াই না করেও কিভাবে নির্বাচনে প্রাসঙ্গিক থাকবে আওয়ামী লিগ সেটাই দেখার।

spot_img

Related articles

ওড়িশায় একের পর এক বাঙালি শ্রমিকের হেনস্থা: হুগলির প্রৌঢ়কে লাঠি দিয়ে মার!

বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালির হেনস্থা, এটা বিজেপির মদতে এক শ্রেণির মানুষ যেন নিজেদের অধিকার বলে মনে করেছে।...

বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

নির্বাচনের ঠিক আগে দল ছেড়ে নতুন দল করলেন ভরতপুর বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তার যাবতীয়...

ঈশান ঝড়ের সঙ্গে বিশ্বকাপের আগে স্বস্তি ফেরালেন সূর্য, দাপুটে জয় ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০  ম্যাচে জয়  পেল ভারত(India)। ৭ উইকেটে জয় পেল ভারত। সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল...

বাংলার ভোটার তালিকায় ‘ঘুসপেটিয়া’ বিজেপি রাজ্যের মানুষ: প্রমাণ করল তৃণমূল

লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় যে কারচুপি করে বাংলায় লোকসভার আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, সেই চক্রান্ত বাংলার...