Saturday, January 24, 2026

বাংলার ভোটার তালিকায় ‘ঘুসপেটিয়া’ বিজেপি রাজ্যের মানুষ: প্রমাণ করল তৃণমূল

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় যে কারচুপি করে বাংলায় লোকসভার আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, সেই চক্রান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফাঁস করেছিলেন ফেব্রুয়ারি মাসে। অন্য রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় (voter list) ঢুকিয়ে সেই একইভাবে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা বিজেপি করছে নির্বাচন কমিশনকে (Election Commission) দিয়ে। রাজ্যের এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন সেই একই প্রক্রিয়ায় কিভাবে বিজেপি শাসিত রাজ্যের ভোটারের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়, তথ্য পেশ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের যে দাবি নির্বাচন কমিশন করছে তা আদতে কতটা ভাঁওতা প্রমাণ করে দিল তৃণমূল। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের বিজেপির জেলা পরিষদের প্রার্থী এখন বীরভূমের (Birbhum) ভোটার। সেই উজ্জ্বলা আপ্পা বুরুংলের নাম এবং পরিচয় তুলে ধরে কমিশন এবং বিজেপির যোগসাজশে যে কারচুপি চলছে তা স্পষ্ট করে তৃণমূল।

তৃণমূলের তুলে ধরার তথ্যে দেখা যাচ্ছে উজ্জ্বলা আদতে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। ২০২৬ সালে যে পঞ্চায়েত নির্বাচন মহারাষ্ট্রে (Maharashtra) হবে, তারই জেলা পরিষদের প্রার্থী তালিকায় পর্যন্ত বিজেপি উজ্জ্বলার নাম রেখেছে। অথচ বাংলায় বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর বিধানসভার ১৯৪ নম্বর বুথ থেকে তিনি বাংলার ভোটার! চলতি বছর ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপও করেছেন তিনি। এবার এসআইআর শুনানিতে তার ডাক পড়েছে।

আরও পড়ুন : SIR প্রক্রিয়া ভেস্তে দিতে চাল! অশান্তিতে শুনানি বন্ধ রেখে পুলিশি পদক্ষেপে জোর কমিশনের

আবারও এক বিজেপি শাসিত রাজ্য। আবারও বাংলার ভোটার তালিকায় নাম থাকা ভোটার বিজেপির কর্মী। একদিকে ভোটার তালিকার কারচুপি যে বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র – তা প্রমাণিত হল এই ঘটনায়। অন্যদিকে চলতি এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে যে হয়রানি বাংলার মানুষের উপর চালাচ্ছে কমিশন, তাতে ভোটার তালিকা আদৌ স্বচ্ছ হচ্ছে না। তৈরি হচ্ছে বিজেপির ক্রিপ্টে লেখা ভোটার তালিকা, তাও প্রমাণিত হল।

spot_img

Related articles

বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

নির্বাচনের ঠিক আগে দল ছেড়ে নতুন দল করলেন ভরতপুর বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তার যাবতীয়...

“অতল গহ্বরের কিনারায় বাংলাদেশ”! ‘ফ্যাসিস্ট’ ইউনূসকে দিল্লির ক্লাবের প্রথম অডিও বার্তায় তুলোধনা হাসিনার

সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে জানিয়েছিলেন তাঁর মা আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই...

ঈশান ঝড়ের সঙ্গে বিশ্বকাপের আগে স্বস্তি ফেরালেন সূর্য, দাপুটে জয় ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০  ম্যাচে জয়  পেল ভারত(India)। ৭ উইকেটে জয় পেল ভারত। সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল...

মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক ঐক্যের বার্তায় শুরু কলকাতা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল

বাংলার সংস্কৃতি গোটা দেশকে সমৃদ্ধ করেছে। একইভাবে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) অনুপ্রেরণায় বাংলায় বিচ্ছিন্নতার সংস্কৃতি হবে না। শুক্রবার কলকাতা চিলড্রেন্স...