সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শুভমান গিলের(Subhaman Gill)। টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি, ওডিআই সিরিজে হেরেছেন।এবার ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাচ্ছেন না গিল। সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুই ইনিংসেই ব্যর্থ হলেন গিল।

সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন গিল(Subhaman Gill)। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ১৪ রান। ৩২ বলের ইনিংসে ১টি চার মেরেছেন। ৪৮ রানে ২ উইকেট পড়ার পর ব্যাট করতে নামলেন কিন্তু দলকে ভরসা দিতে পারলেন না গিল।

সৌরাষ্ট্র বনাম পঞ্জাব ম্যাচ শেষ হল দুই দিনে। সৌরাষ্ট্র জিতল ১৯৪ রানে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেলেন জাদেজা।

এদিকে, ঘরের মাঠে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। কল্যাণীতে দ্বিতীয় দিনের শেষে বাংলার ৫১৯ রানের জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংসের স্কোর ৩৬ ওভারে ৮ উইকেটে ১২৬ রান।

। প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন সুদীপ চট্টোপাধ্যায়। ৩২৭ বলের ২০৯ রানের ইনিংসে রয়েছে ১৮টি চার ও একটি ছয়।সুরজ সিন্ধু জয়সওয়াল আকাশ দীপ তিনটি করে উইকেট দখল করেছেন। মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

–

–

–

–

–


