Saturday, January 24, 2026

২৬ জানুয়ারির আগে রেললাইনে বিস্ফোরণ পঞ্জাবে: হাই অ্যালার্ট ফতেগড়ে

Date:

Share post:

পঞ্জাবে রেললাইনে রহস্যজনক বিস্ফোরণ ঘিরে নাশকতার আশঙ্কা। প্রজাতন্ত্র দিবসের আগে পাঞ্জাবের ফতেগড় এলাকায় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের (blast) জোরে প্রায় তিন থেকে চার ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার মুখে পড়ে একটি মালগাড়ি (goods train)। আহত ট্রেনের চালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর ফতেগড় শহর জুড়ে হাই অ্যালার্ট (high alert) জারি করেছে পঞ্জাব (Punjab) প্রশাসন।

ফতেগড় সাহিব এলাকায় সিরহিন্দের কাছে নবনির্মিত রেলপথে শুক্রবার রাত এগারোটা নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় ওই ট্র্যাক দিয়ে একটি মালগাড়ি (goods alert) যাচ্ছিল। বিস্ফোরণের (blast) জেরে প্রায় তিন ফুট রেললাইন উড়ে যায়। মালগাড়ির ইঞ্জিন প্রায় ১২ ফুট দূরে ছিটকে পড়ে।

শনিবার সকালে রেলের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মালগাড়ির চালকের আঘাত গুরুতর নয়, জানানো হয়েছে রেলের তরফে। তার মুখে আঘাত রয়েছে। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খনিতে বিস্ফোরণ ঘটানোর সামগ্রী দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আরও পড়ুন : জর্জিয়ায় স্ত্রী-সহ ৩ আত্মীয়কে গুলি করে খুন ভারতীয়র! আলমারিতে লুকিয়ে রক্ষা ৩ সন্তানের

তবে পাঞ্জাব পুলিশ ও রেলের তরফে দেওয়া বিবৃতিতে অসঙ্গতি সন্দেহের কারণ তৈরি করেছে। রেল যেখানে বিস্ফোরণের বিভিন্ন সময় জানাচ্ছে, সেখানে পঞ্জাব পুলিশ দাবি করছে শনিবার ভোরে এই বিস্ফোরণ হয়েছিল। রেল দাবি করছে বিস্ফোরণে রেল ট্র্যাকে তেমন ক্ষতি হয়নি। তবে পঞ্জাব পুলিশ রেল ট্র্যাকের ক্ষতির কারণে ফতেগড় সাহিব এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে। শহরে ঢোকার সব নাকা পয়েন্টে তল্লাশি শুরু হয়েছে, জানান ফতেগড়ের ডেপুটি কমিশনার হিমাংশু জৈন।

spot_img

Related articles

প্রাক্তনের সঙ্গে মাঠে আঙুল তুলে কথা ভারতীয় অলরাউন্ডারের, কার্তিক-হার্দিক বাদানুবাদের ভিডিও প্রকাশ্যে

রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঈশান (Ishan Kishan) ঝড় আর সূর্য (Surya Kumar) সুনামিতে পর্যুদস্ত নিউজিল্যান্ড। শুক্রবার রাত থেকে...

পারদ চড়ছে, ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন (America) নৌবহর। ট্রাম্পের এই ঘোষণার পরেই নতুন করে পরিস্থিতি...

ক্যালেন্ডারের পাতায় ধরা দিল কলকাতার ঐতিহাসিক স্থাপত্য 

কলকাতার হেরিটেজ ল্যান্ডমার্ক (Heritage landmark of Kolkata) এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে পি অ্যান্ড সি এবং...

বারাসতের প্রাথমিক স্কুলে সরস্বতীপুজো নিয়ে ভুয়ো পোস্ট! সতর্ক করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের

বারাসতের (Barasat) ময়নার (Moina) প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতীপুজো নিয়ে স্যোশাল মিডিয়ায় ভুয়ো খবর রটানো হচ্ছে। অফিশিয়াল পোস্টে জানাল বারাসত...