টি২০ বিশ্বকাপ(T20 WC) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে মাঠের বাইরে নাটকীয় পরিস্থিতি তুঙ্গে। নিরাপত্তা আর ভেন্যু বিতর্কে ভারতের মাটিতে খেলতে না আসার জেদে অনড় থাকায় আইসিসি আগেই বাংলাদেশকে বিশ্বকাপ(T20 WC) থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছিল। কিন্ত বাংলাদেশকে সমর্থন জানিয়ে জল ঘোলার কাজ শুরু করেছে পাকিস্তান( Pakistan)। আর এই ডামাডোলের মধ্যেই ইঙ্গিত মিলছে যে, পাকিস্তানের ( Pakistan) এই জেদই হয়ত বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভির এক রুদ্ধশ্বাস বৈঠক হয়। শুক্রবার বা আগামী মঙ্গলবারের মধ্যেই পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে সূত্রের খবর, পাকিস্তান যদি ইগো বজায় রেখে বিশ্বকাপ বয়কট করে, তবে আইসিসি আর দেরি করবে না। সেক্ষেত্রে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের ফাঁকা জায়গায় সরাসরি ফিরিয়ে আনা হতে পারে লিটন দাসদের।

মূলত নিরাপত্তার ভারতে এসে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিসিবি চেয়েছিল তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় হোক। অনেক আলোচনার পরও বিসিবি সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু এর পরেই শুরু হয় পাকিস্তানের নতুন ‘নাটক’। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সরে দাঁড়ালে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের বদলে বাংলাদেশকে সুযোগ দিয়ে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে। এতে আইসিসি-র মানও বাঁচবে, আবার টুর্নামেন্টের সূচিও বড় কোনো বিপর্যয় ছাড়াই এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ক্রিকেট মহলের মতে, আইসিসির একটা চালেই বদলে চাপে পড়ে গেল পাকিস্তান। একান্তভাবে পাকিস্তান খেললে যে ক্ষতি হবে সেটা, তা বাংলাদেশ-শ্রীলঙ্কা কম্বিনেশন দিয়ে কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব। এদিকে পাকিস্তান যদি সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তবেই কপাল খুলবে শান্ত – লিটনদের।
তবে সবকিছুই এখন নির্ভর করছে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

–

–

–

–

–



