Tuesday, January 27, 2026

SIR নিয়ে অশান্তির আবহে আগামী সপ্তাহে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে অপরিকল্পিত এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আক্রমণ তীব্র করছে তৃণমূল কংগ্রেস (TMC)। অশান্তির আবহে এবার দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)আমন্ত্রণে সৌজন্যমূলক চা চক্রে যোগ দিয়ে দিল্লিযাত্রার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও মুখ্যমন্ত্রী দিল্লির নির্বাচন কমিশন (ECI) দফতরে যাবেন কিনা সেটা স্পষ্ট নয়।

SIR নিয়ে সাধারণ মানুষের হয়রানির কথা তুলে প্রথম থেকেই কমিশনের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন মমতা। এবার তাঁর দিল্লি যাওয়ার কথা ঘোষণা হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।সূত্রের দাবি, রাজ্যের ছবিটা জাতীয় স্তরে তুলে ধরতে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে তাদের প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে এসআইআরের কার্যপদ্ধতির জটিলতা ও অমানবিকতার অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মোট পাঁচটি চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। কিন্তু জবাব আসেনি। তাহলে কি এবার সরাসরি রাজধানীতে কমিশনারের সঙ্গে দেখা করবেন মমতা? এ প্রশ্ন ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে। পাশাপাশি, আগামী মাসের শুরুতেই কেন্দ্রের বাজেট অধিবেশন পর্ব। মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফের দুই সাংসদ সাগরিকা ঘোষ ও শতাব্দী রায় অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন যেহেতু বাজেট অধিবেশন চলবে, তাই সেই সময় তৃণমূলের সংসদীয় কমিটির স্ট্রাটেজি মমতা নিজেই ঠিক করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

পুরীর হোটেলে বুকিং জালিয়াতি, কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়।...

জনহীন গদ্দারের স্বাস্থ্য শিবির, সেবাশ্রয়-ই ভরসা নন্দীগ্রামের

মণীশ কীর্তনীয়া, নন্দীগ্রাম গত অক্টোবর মাস থেকে আবেদন যাচ্ছিল তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে নন্দীগ্রামে...

‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা শাহরুখের

বলিউডে (Bollywood Industry) কাজের ক্ষেত্রে কি ধর্ম দিয়ে বিচার করা হয়? সম্প্রতি এ আর রহমানের (AR Rahman) 'সাম্প্রদায়িক...

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নিখোঁজ অন্তত ২৫!

আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত আট জনের ঝলসানো উদ্ধার করা হয়েছে বলে সূত্রের...