বাবার নামের সমস্যার জন্য ছেলেদের এসআইআরে (SIR hearing notice) ডাক। অভিযোগ, সেই চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু হল বাবার। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকায়। মৃতের নাম শেখ সরিফুল(৬০)। তাঁর নামের আগের ‘শেখ’ আছে অথচ ছেলেদের নামের আগে শেখ নেই। পরিবারের তরফে দাবি করা হয়েছে, সরিফুলের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তাঁর দুই ছেলে এসআইআর-এর শুনানির নোটিস পেয়েছিলেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন বৃদ্ধ। স্থানীয়দের তরফে দাবি করা হয়, বাড়িতে নোটিশ আসার পর থেকে খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোররাতে আচমকাই মৃত্যু হয় সরিফুলের।

অন্যদিকে নদিয়ার তেহট্টে এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যুর অভিযোগ। মৃতের নাম আহিবা খাতুন (৩১)। পরিবারের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় আহিবার ভাই-বোনদের সংখ্যার গরমিল এসেছিল। তারপর থেকেই চিন্তায় ছিলেন তিনি। আতঙ্কে ছিলেন তাঁর তিনসন্তানকে ফেলে তাঁকে বাংলাদেশে না পাঠিয়ে দেওয়া হয়। হেয়ারিং-এর দিন সকালে আচমকাই হৃদরোগে তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে শুনানিতে ডাক আসার জেরেই মৃত্যু হয়েছে আহিবার। আরও পড়ুন: নিজের পছন্দে বিয়ে করলেই ‘একঘরে পরিবার’! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফতোয়া পঞ্চায়েতের

–

–

–

–

–

–

–

–


