মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি গভীর শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার, সকালে মহারাষ্ট্রের বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawer)-সহ ৫জনের। ঘটনার শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে। তদন্তের দাবি জানিয়েছেন মমতা।

I am profoundly shocked and saddened by the tragic and untimely demise of Shri Ajit Pawar, Deputy Chief Minister of Maharashtra in the devastating plane crash at Baramati.
My heartfelt condolences go out to his family, colleagues and associates, as well as to the families of all…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 28, 2026
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক ও অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর পরিবার, সহকর্মী এবং সহযোগীদের পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। গভীর শোকের এই মুহূর্তে তাঁরা শক্তি, সাহস এবং শান্ত থাকুন।“

–

–

–

–

–

–

–


