বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা(Kolkata Businessman in crores of financial fraud case)। তল্লাশি চলছে।


২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করার অভিযোগের ভিত্তিতে আদালতে নির্দেশে তদন্তে নেমেছে CBI।মামলায় নাম জড়িয়েছে দুই ব্যবসায়ী, দুই সংস্থা এবং অজ্ঞাতপরিচয় এক সরকারি কর্মচারীর। প্রথমে ৭৩০ কোটি এবং পরে ২৬০ কোটি – সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। এবার অভিযুক্ত ব্যবসায়ী বাড়িতে হানা দিল সিবিআই। পাশাপাশি, কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে।

–

–

–

–

–

–

–


