জেড ক্যাটাগরি পাচ্ছেন দিলীপ

বিদেশি এজেন্সির মাধ্যমে দিলীপের ওপর প্রাণঘাতী হামলার ছক কষা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরই বদল করা হল দিলীপ ঘোষের বাসভবন।

বুধবার রাত থেকেই দিলীপ ঘোষকে নতুন বাসভবনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর নতূন বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছুদিন আগেই Y+ ক্যাটাগরি থেকেই Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। কিন্তু তারপরও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে যথেষ্টই চিন্তিত বিজেপি শিবির। সূত্রের খবর,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দশেই দিলীপ ঘোষের বাড়ি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন-সুখবর: পেনশন বাড়ছে পি এফ গ্রাহকদের