Monday, August 25, 2025

মায়াঙ্ক -বিরাট যুগলবন্দিতে প্রথম দিনের শেষে কিংস্টনে স্বস্তিতে ভারত

Date:

Share post:

সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে ফেলেছে ভারত। শুক্রবার থেকে কিংস্টনের বাইশ গজে বসেছে দ্বিতীয় টেস্টের আসর। সেখানে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং দাপটে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়া ধরাশায়ী হলেও ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক বিরাট কোহলির যুগলবন্দিতে প্রথম দিনের শেষে ভাল স্কোর তুলেছে কোহলি ব্রিগেড।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক। সেই মত ব্যাট হাতে ওপেন করতে দেখা যায় কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালকে। রাহুল সফল না হলেও ব্যাট হাতে এদিন সফল হন দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক। 127 বল খেলে 55 রানের একটি ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেটে ক্যাপ্টেন কোহলি নেমে শতরান করতে না পারলেও 76 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে স্বস্তি দেন। প্রথম দিনের শেষে 5 উইকেট খুইয়ে 264 রান করেছে ভারত। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে 62 রান যোগ করেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (অপরাজিত 46) ও ঋষভ পন্থ (অপরাজিত 27)।

ম্যাচ শেষে মায়াঙ্ক আগারওয়াল বলেন, ‘পরিস্থিতি বেশ কঠিন ছিল। প্রথম সেশনে বল সুইং করছিল। কেমার রোচ ও জেসন হোল্ডার দারুণ জায়গায় বল করছিল। আমাদের কাজটা মোটেই খুব একটা সহজ ছিল না। পিচ প্রথম দিকে ভীষণ স্যাঁতসেঁতে ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দারুন জায়গায় রয়েছি। এইরকম পিচে দিনের শেষে 5 উইকেট হারানোরটা অনেক বড় কৃতিত্বের।’ এখন দ্বিতীয় দিনের শুরুটা কেমন হয় বা শেষ অবধি খেলার রাশ ভারতের হাতে থাকে কিনা, সেটাই দেখার।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...