দেশের অস্ত্র ভাণ্ডারে নয়া সংযোজন অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। অত্যাধুনিক প্রযুক্তির এই হেলিকপ্টার এখন ভারতীয় বায়ুসেনার কাছে। পাঠানকোট বায়ু সেনা ঘাঁটিতে আমেরিকায় তৈরি এমন 8টি কপ্টার ইতিমধ্যেই চলে এসেছে। এই কপ্টারগুলিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল বিএস ধানোয়া। বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে 8টি এলেও ধাপে ধাপে আরও 22 টি কপ্টার আসবে।

আরও পড়ুন-ফের গ্রেফতার দুই জেএমবি জঙ্গি, এবার কোথায়?
