দেশজুড়ে নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর ফের বড়সড় জরিমানা দিতে হলো এক ট্রাকচালক ও তাঁর মালিককে। এবার ঘটনাটি ঘটছে রাজধানী দিল্লিতে। জানা গিয়েছে, হরিয়ানা থেকে আসছিল ট্রাকটি। অতিরিক্ত লোড থাকায় দিল্লির জিটি কারনাল রোডে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা ট্রাকটিকে আটক করেন। তারপরই আইন অমান্য করার জন্য ট্রাক চালককে জরিমানা করা হয় 1 লক্ষ 31 হাজার টাকা। আর ট্রাক মালিককে জরিমানা 69 হাজার 500 টাকা।

উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর থেকে ট্রাফিক আইন আরও কড়াকড়ি হওয়ার পর সবচেয়ে বেশি জরিমানার ঘটনা এটাই। এর আগে গত মঙ্গলবারই রাজস্থানে একাধিক ট্রাফিক আইন ভাঙায় এক ট্রাকচালককে 1 লক্ষ 41 হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। চলতি সপ্তাহেই ওডিশায় এক ট্রাক চালককে জরিমানা বাবদ দিতে হয় 80 হাজার টাকা। দিল্লির এই ঘটনা অবশ্য আগেরগুলিকে ছাপিয়ে গেল।
