Monday, December 29, 2025

রাতভর বৈঠকের পর আলিপুর আদালতে আসতে পারে CBI, তৈরি রাজীব শিবিরও

Date:

Share post:

মঙ্গলবার বারাসত আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সারদা সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত কোনো কিছুর শুনানি তাদের এক্তিয়ারে নেই। সিবিআই সূত্রে খবর, এরপরই রাতভোর বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যতদূর জানা যাচ্ছে, আজ বুধবার আলিপুর আদালতে আসতে পারে সিবিআইয়ের আইনজীবী এক প্রতিনিধি দল। পাশাপাশি এও জানা যাচ্ছে রাজীব কুমারের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন আলিপুর এসিজেএম আদালতে।

মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ 24 পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কেস ডিটেলস এখনও বারাসাত আদালতে থাকায় সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, সারদা তদন্তে সিবিআইয়ের আর সি 4 মামলাটি বারাসতের বিশেষ আদালত থেকে ফিরছে আলিপুর আদালতে। মঙ্গলবার সকালেই এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। রাতের খবর 48 ঘন্টার মধ্যেই আলিপুর এসিজেএম কোর্টে ফিরছে মামলার নথি। তদন্ত সংক্রান্ত জরুরি কিছু ক্ষমতা বিশেষ আদালতের কাছে নেই, সেই যুক্তিতেই ফিরছে মামলা। বিশেষ আদালত গঠনের এতদিন পর এই এক্তিয়ারজনিত জটিলতা সামনে এল কেন, তা নিয়ে কৌতূহল একাধিক মহলে। তবে এজলাসেই বিষয়টি বুঝিয়ে বলেন বিচারক।

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...