ভারী পোশাকে সজ্জিত হয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরুর আকাশে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান তেজস-এ উড়লেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনিই প্রথম, যিনি তেজসে চড়লেন। বায়ুসেনার সবুজ জলপাই-ছাপ পোশাক পরে দু-সিটের হালকা ওজনের যুদ্ধবিমানের ব্যাকসিটে উড়লেন 68 বছর বয়সী রাজনাথ সিং। চালকের আসনে ছিলেন এয়ার ভাইস মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। প্রায় আধঘণ্টা আকাশে ছিলেন তাঁরা। বেঙ্গালুরুর ন্যাশানাল ফ্লাইট টেস্ট সেন্টার থেকে উড়ানের আগে তেজসের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন প্রতিরক্ষামন্ত্রী। পরে টুইট করে তিনি জানান, তেজসে ওড়া একটি অসাধারণ অভিজ্ঞতা। উচ্চগতিতে ওড়ার ক্ষমতা ও হালকা ওজনের তেজসে রয়েছে একটি ইঞ্জিন। বায়ুসেনার 10টি দুই সিটের তেজস আছে। মূলত বিমানচালকদের প্রশিক্ষণের জন্যই এগুলি ব্যবহৃত হয় বলে বায়ুসেনা সূত্রে খবর।
