ভাতা সহ বিভিন্ন দাবিতে পথে পুরোহিতরা। রাজ্যে ইমাম ভাতার উদাহরণকে সামনে রেখে পুজোর মুখে দাবি আদায়ে সরব তারা। দীর্ঘদিন ধরেই সরকারের কাছে পুরোহিতরা ভাতার দাবি জানাচ্ছেন। এবার নির্দিষ্ট পরিমাণ ভাতার পাশাপাশি স্বাস্থ্যসাথী, দরিদ্র পুরোহিতদের আবাসন, পুরোহিতদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ একগুচ্ছ দাবি নিয়ে পথে নামে শ্রীরামপুর পৌরহিত্য কল্যাণ সমিতি। রবিবার, এবিষয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-অবশেষে নিভল হলদিয়া পেট্রকেমের আগুন, বাজল অল ক্লিয়ার সাইরেন
