Sunday, November 16, 2025

তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি। দু’দলের সম্পর্ক বা পরস্পরের প্রতি করা মন্তব্য অনেক সময়েই শালীনতার সীমা ছাড়িয়েছে। দুই দলের মধ্যে থাকা সুবিধাবাদী গোষ্ঠী ছাড়া কেউ কাউকে সহ্যই করতে পারেনা, পাশে বসা তো দূরের কথা।

অথচ নজিরবিহীন একটি আমন্ত্রণপত্র রাজ্য রাজনীতির চালচিত্রে নতুন রং লাগিয়ে দিয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের য দুর্গাপুজোর উদ্বোধন করবেন। শাহের আসা নিয়ে অবশ্য চালাকি করেছেন উদ্যোক্তরা। শহর প্রায় ছেয়ে ফেলা ফ্লেক্সে দেখা যাচ্ছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।

চমকটা এখানে নয়। আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধান অতিথি, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বিশেষ অতিথি বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বাম আমলে বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকা বিশ্বজীবন মজুমদারের নামও আছে। আছেন তৃণমূল কাউন্সিলর তুলসি সিনহা রায়ও।

এই কার্ডই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। আলোচনার বিষয়বস্তু একটাই, অনুষ্ঠানে যেহেতু ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ আসছেন, এবং কোথাও বিজেপির নামগন্ধ নেই, সেক্ষেত্রে কি সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী মঞ্চে উঠে শাহের পাশে বসবেন? দু’তরফই কি না-বলা কোনও ঐক্য-বার্তা দিতে চলেছে ? অনুষ্ঠানে তাঁরা থাকবেন কি’না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি সুজিত-কৃষ্ণা। তবে না গেলে প্রোটোকল অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদাহানি হবে কি’না, সেটাই এখন দেখা হচ্ছে।

spot_img

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...